Re: ইলিশ কিনে ইলিয়াস ভাই বাড়ি ফেরার পথে...
অনেক হাসলাম, আশা করি এই টপিক যত পড়ব তত হাসতেই থাকবো...........
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ইলিশ কিনে ইলিয়াস ভাই বাড়ি ফেরার পথে...
অনেক হাসলাম, আশা করি এই টপিক যত পড়ব তত হাসতেই থাকবো...........
চ্রম হইছে
চরম
.....................................................
অবশেষে বিশাল বাধা পেরিয়ে রাত ১২ টায় তিনি বাড়ি ফিরলেন। হাতে তার মাছের মাথাটা। বিশাল একটা যুদ্ধ জয় করে ফিরেছেন। মনে মনে তিনি বিশাল খুশি। এত ঝামেলার পরেও অন্তত মাছের মাথাটা তো বাচিয়ে আনতে পেরেছেন।
কার কাছে যেন শুনেছিলেন ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে নাকি খুবই স্বাদ। এখন তিনি ভাবছেন অনেক যুদ্ধ করে মাথা জয় করেছি, এটার আজ মুড়িঘন্টই খাব। কিন্তু হায়, মুড়ি ঘন্ট বানায় কেমনে?
নিশ্চই মচমচা মুড়ি দিয়া ঘন্ট করতে হয়
বাড়িতে আবার মুড়ি নাই। তিনি এবার বেরোলেন মুড়ি কিনতে। রাত ১২ টায় তার জন্য কে আবার মুড়ি ধরে রেখেছেন? মুড়ি আর ইলিয়াস ভাই খুজে পান না। অবশেষে অনেক খুজতে খুজতে পেয়ে গেলেন মুড়ি। ১ কেজি মুড়ি কিনে এবার তিনি বাড়ির পথ ধরলেন। বিপদের উপর যেন মহাসিডর রাস্তায় আবার ইলিয়াস ভাইয়ের পিছু নিল বিশাল সাইজের একটা এলশিয়ান কুকুর। কুকুর পেছনে পরাতে তিনি বিশাল ঘা্বরে গেলে। তিনি হাটার স্পিড বাড়িয়ে দিলেন... কি সমস্যা ইলিয়াস ভাই এর সাথে সাথে কুকুরটাও তার হাটার স্পিড বাড়িয়ে দিল। তিনি স্পিড কমালে কুকুরও স্পিড কমায় আবার তিনি স্পিড বাড়ালে কুকুরও স্পিড বাড়ায়। তিনি মনে মনে ভাবছেন ভো দৌড় দিবেন কিনা...
তিনি মনে মনে আল্লাহর নাম দিয়া দিলেন দৌড়, এমন দৌড় দিলেন যে এই অলিম্পিকে তিনি নিশ্চিত গোল্ড মেডেল পেতেন।
কুকুরটাও তার পেছনে পেছনে ছুটতে থাকল।
তিনিও ছুটছেন কুকুরও ছুটছে......
তিনিও ছুটছেন কুকুরও ছুটছে............
+ লন মিয়া।
হুমম,গন্ধ শুকেই বুঝেছিলাম ইলিয়াস ভাইরে ভালা মানুষ পাইয়া বিক্রেতা গত শুক্রবারের মাছ দিয়েছে। যাক পলাশ মিয়া বহুত চালাক আছে(আসলে আমারে ফোন দিয়াই মাছের স্ব্যাস্থ্যের কথা জানছে),তাই পচা মাছ বিড়ালরে খাইতে দিয়া নিজে মাছের ক্যালসিয়াম অর্থাত্ কাটা খাইছে।
হে হে হে দাওয়াত না দিয়ে এতো বড় ইলিশ কিনলে ইলিয়াস ভাই এমনই হয়। এর পর ইলিশ কিনবার আগে দাওয়াত দিয়ে মিলাত পড়িয়ে তারপর কিনতে বের হইয়েন
টিমরম্য পড়ে মজা পাইলাম
কিছু বলার নাই। অনেক্ষন শুধু হাসলাম...............
আমি ভাবতেছি এইডা কি আসলেই ইলিশ মাছের মাথা ছিল না তিমি মাছের মাথা ছিল ? কালকে থেকে এত অত্যাচার সহ্য করে এখনও আস্ত আছে, ইহা ইলিশ মাছের মাথা হতে পারে না, ইলিয়াস চাচ্চুকে মনে হয় তিমি মাছের মাথা দিয়েছিলো
ভাইয়েরা এত হাসাইয়েন না, পেটে ব্যাথা ধরিয়া যায়!
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ইলিশ কিনে ইলিয়াস ভাই বাড়ি ফেরার পথে...
০.০৪৮৫৩১৭৭০৭০৬১৭৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৮.৫৮৩৮৩১৩৫৯২৭৫ টি কোয়েরী চলেছে