টপিকঃ ভাইরা আমার, আজকে আমাদের আশার FooLএর OUT হওয়াটা দেখসেন?
২য় ইনিংসে আশরাফুল যেভাবে OUT হল, আমার ইচ্ছা করতেসিল এখনি চট্টগ্রাম গিয়ে ওরে জুতা পেটা করি।
আপনারা বোধয় যানেন না এই পোলাগুলার পিসনে বাংলাদেশ কত টাকা খরচ করে। একটা উদাহরণ দিই।
গ্রামীণ ফোনে থাকার সময় আমাকে একবার শাহাদাতের ১ মাসের CDR(Call Details Record) বের করতে হইসিলো। CDR run করার পর দেখি আর থামেই না। শেষে যখন থামল তখন দেখি শাহাদাতের Bill মাত্র ৪৫ হাজার+। সে মাসে তারা South Africa Tour করে দেশে আসছে মাত্র।
এইগুলারে আসলে প্রতিদিন প্রেক্টিসের আগে কান ধইরা ১০১বার ওঠ-বোস করানো দরকার। প্রত্যেক ওঠা-বসায় চিতকার করে বলবে "আমি বাংলাদেশকে ভালবাসি"। তাইলে যদি কোন উন্নতি হয়।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।