টপিকঃ উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

#বাংলা লেখা উল্টাপাল্টা আসে (ি,ে পরে আসে)। যুক্তাক্ষর আসে না।
#গান শুনতে বা ভিডিও দেখতে পারছি না।

//যদি কারও কাছে লিনাক্স এর প্যাকেজ বা সফ্‌টওয়ার থাকে তবে আমাকে মেইল করে পাঠালে কৃতজ্ঞ থাকিব। shuman@inbox.com

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

বাংলা সমস্যা সমাধান হয়েছে কিন্তু ভিএলসি প্লেয়ার ইন্সটল দিতে পারছি না।
ম্যাসেজ দেয়=E: Couldn't find package vlc

//উল্লেখ্য আমার ইন্টারনেট সংযোগ রয়েছে।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

vlc-0.8.6a.tar.gz ভিএলসির এই ফাইলটা ডাউনলোড করেছি কিন্তু ইন্সটল করবো কি করে?

উবন্তুর জন্য অনেক ফাইল ডাউনলোড করেছি কিন্তু কিছুই ইন্সটল দিতে পারছি না। কিভাবে ইন্সটল দিতে হয় জানি না।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

উবুন্টুতে ইনস্টলার ফাইলগুলোর এক্সটেনশন সম্ভবত .deb হয়। এই ফাইলগুলোতে ডাবল ক্লিক করলেই তো ইনস্টল প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

হ্যা, এভাবে ডাউনলোড করে সেটাপ দিলে আমার ক্ষেত্রে এ সমস্যা দেখিয়েছিল। তারপরই ঐ কমান্ড টি ব্যবহার করেছিলাম।

আপনি System ->Administration->Software Source থেকে ইন্টারনেট রিপোসটরিগুলো চেক অন করে দিয়ে, আবার আগের কমান্ডটি রান করে দেখুন।

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

সুমন আংকেল,
আপনি arial unicode ms আর times new roman - এই দুইটা সাধারণ ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টল করুন। আপনি সারা দুনিয়ার সকল বাংলা শব্দ বাংলায় লিখতে পারবেন। আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞেস না করে ভয়ে ভয়ে জিজ্ঞেস করুন।

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১০

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১১

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

ভাল লাগছে। লিনাক্সে আমার প্রোগ্রেস তাহলে ভাল smilesmile:)।

১২

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১৩

Re: উবুন্তুতে কিছু সমস্যার সমাধান প্রয়োজন।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)