টপিকঃ কম্পিউটার গেম: Lincity ও Simcity
Lincity ও simcity
আগে সিমসিটি গেমটির একনিষ্ঠ ভক্ত ছিলাম। হয়ত পেশার সাথে কিছুটা সম্পর্ক আছে বলেই ... কিংবা মেয়র হিসেবে অনেক বাস্তবসম্মত ব্যাপারে মাতব্বরী করার সুযোগ পাওয়া যায় বলে (সিভিলাইজেশন টাইপের অন্য স্ট্রাটেজি গেমগুলোর মত অবস্থার মুখোমুখি কখনই হব বলে মনে হয় না)। যা হউক, উইন্ডোজের মত এই গেমটিও পাইরেটেড ছিল :"> । গত ৩/৪ বছরে এটা আর খেলিনি, খেলার সময়ও হয়না।
এবার পেলাম ওপেনসোর্স গেম লিনসিটি। নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা লিনাক্সের জন্য । উইন্ডোজের জন্যও ভার্সন আছে। আর সম্ভবত ম্যাকের জন্যও আছে। স্ক্রিনশট দেখতে পারেন এখানে। স্ক্রিনশট দেখেই তো মুগ্ধ ... মনে হচ্ছে সিমসিটির চেয়ে খারাপ নয়। আমি এখনও নামাইনি - সময় হয়েই ওঠে না
। তবে নামানোর প্রবল ইচ্ছা আছে
। উইন্ডোজের ভার্সানটা প্রায় ৩০ মে.বা. সাইজ - রিজিউম সাপোর্ট নাই:(।