সেলিম রাজ লিখেছেন:ব্যাকগ্রাউন্ড চেন্স করেছেন এটা দেখাচ্ছেন নাকি অন্য কোন কারিকুরি ব্যাপার করেছেন? ঠিক বুঝলাম না!
আচ্ছা ভাইয়া জন্মদিনের ওই পোস্টার টা বানাতে কেমন খরচ পরেছে? এটার সাইজ কত? 
তো যাই হোক আপনার বাবুটা অনেক সুন্দর কিউট। 
ধন্যবাদ।
পোস্টারটা সম্ভবত ৪,০০০ নিয়েছিলো
তবে আরো কমে করানো সম্ভব।
আসলে কাজ ছিল মূল সাবজেক্টকে রেখে বাকীগুলো কেটে (=মুছে) বাদ দেয়া। তারপর মূল সাবজেক্টকে যে কোন জায়গায় ফিট করে দেয়া যায়। আমার বা ছবিপুর কাজ সেরকমই।
সমস্যা হল সাবজেক্টকে কেটে আলাদা করা, বিশেষ করে প্রান্তগুলোতে আশেপাশের বস্তুর রঙের ছ্বটা চলে আসে যেগুলো অন্যরকম কোন ব্যাকগ্রাউন্ডে ছবি লাগালে বিকটভাবে ফুটে ওঠে। তাই নিখুতভাবে কাটতে গেলে শুধুমাত্র কাটার দক্ষতা ছাড়াও অন্য ধরণের ওস্তাদির দরকার হয়, আর পিক্সেল বাই পিক্সেল লেভেলে গিয়ে সুক্ষ্ণভাবে কাটতে সময়ও লাগে বেশি। এছাড়া দক্ষ লোকজন অন্য ব্যাকগ্রাউন্ডে নিখুতভাবে ছবি লাগানোর সময় মূল সাবজেক্ট আর নতুন ব্যাকগ্রাউন্ডের রেজুলুশন, উজ্জ্বলতা, আলো-ছায়ার এঙ্গেল মেলানোর ব্যাপারগুলো আরো সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।
আমার পোস্টের প্রথম ছবিটায় সিম্পলি নীলিয়াকে (মেয়ের নাম) রেখে বাকী অংশ মুছে ফেলেছিলাম। তারপর নীলিয়ার আংশটাকে সিলেক্ট ও কপি করে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ফাইলে রেখেছিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ার দিয়ে ওতে ইচ্ছামত ফ্লেয়ার ফিল্টার দিয়েছিলাম। ফ্লেয়ারের সেন্টারটা যেন মাথার পেছনে পড়ে সেটাই শুধু আমাকে ঠিক করে দিতে হয়েছে ... এতে মাথার চারদিকে আলোকচ্ছ্বটা ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে।
পরের কাজটায় আসলে সিলেক্ট করে ছবি কাটার ব্যাপারটা আরো দক্ষতর নতুন টেকনিকে করেছি - এতে কাটার ব্যাপারটা আগের চেয়ে নিখুত এবং তাড়াতাড়ি করা গেছে। এই ছবিটায় জীবনে প্রথমবার স্যালোয়ার কামিজ পড়া দেড় বছর বয়সী নীলিয়ার কাটা ছবিটাকে যে কোন জায়গায় বসানো যাবে। ফাঁকা ব্যাকগ্রাউন্ডে বসালে ফাঁকা ফাঁকা লাগে
তাই ওর পেছনে একটা স্টার বসিয়ে দিলাম।
সজল হাসান লিখেছেন:শামীম ভাই কি সবগুলো ছবি গিম্পে করেছেন ?
আচ্ছা গিম্প টা কেমন ? অনেক নাম শুনেছি এর । কিন্তু আজ পর্যন্ত দেখা হয়নি ।
আর ছবি খালাম্মার প্রথম দুইটা ছবি ভালো লাগলেও শেষের টা ভালো লাগেনি ।
শেষেরটার ব্যাকগ্রাউন্ড অন্য কিছু দিলে হয়তো ভালো হতো । 
কাটাকাটির কাজগুলো গিম্পে করেছি। তবে কয়েকটা ছবি জোড়া দিয়ে, কোন ছবি থেকে কোন ছবি বানালাম এরকম একটা উপস্থাপনার ছবিটা ইঙ্কস্কেপ দিয়ে করেছি।
GIMP = GNU Image Manipulation Program যা অনেকটাই ফটোশপের মত। এটা ফ্রী এবং ওপেনসোর্স সফটওয়্যার। এটার লিনাক্স ছাড়াও উইন্ডোজ এবং ম্যাক ভার্সন আছে।
গিম্পের স্ক্রিনশট ইত্যাদি সম্পর্কে আরেকটু জানতে প্রজন্ম ফোরামের এই নিচের পোস্টটি দেখতে পারেন।
GIMP টিউটোরিয়ালসমূহ [সূচীপত্র]