টপিকঃ স্যামসাং Ace এর ভার্সন আপডেট করবো কিভাবে ?
আমার বর্তমান এইচ এর ভার্সন ফ্রয়ো ২.২ কাইস দিয়ে পিসির সাথে কানেক্ট করলে সেখানে লেখা থাকে যে আমি লেটেস্ট ভার্সনের ফার্মওয়্যার ব্যবহার করতেছি ...কিন্তু আমি জানি যে স্যামসাং অলরেডি ২.৩ এবং ২.৪ অফিসিয়ালী ফার্মওয়্যার আপডেট বাজারে ছেড়েছে .........এখন আপডেট করবো কিভাবে ? কেউ জানলে একটু দয়া করে জানান