Re: Reputation সিস্টেম চালু হল
ভালো খবর:
বানান সংক্রান্ত গুতাগুতিতে বিরক্ত হয়ে সেভারাস ভাই ইতিপূর্বে ইশতিয়াক ভাইকে অনেকগুলো বিয়োগান্তক (!) রেপুটেশন দিয়েছিলেন। সেভারাস ভাইয়ের সম্মতিক্রমে সেগুলো (মোট ৫টি) মুছে দেয়া হল।
ফোরাম হোক বন্ধুত্বের মাধ্যম।
ফোরাম হোক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের মাতৃভাষার মান উন্নয়নের মাধ্যম।