টপিকঃ অপ্রাসঙ্গিক ... ... কিছু প্রাসঙ্গিক কথা
এ লেখাটার উদ্দেশ্য কোন সদস্যকে হেয় করা নয় ... উদ্দেশ্য শুধু একটি বিষয়ে আমার ধারণা তুলে ধরা ....
বিষয় অপ্রাসঙ্গিক মন্তব্য:
- অনেক পোস্টে দেখবেন বেশ কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য আছে... অবস্থা এমন হয়েছে যে মূল পোস্টটি যে বিষয়ে ছিল সেটার কোন অস্তিত্বই নাই।
- বেশ কিছু সদস্য আছেন, দেখবেন উনারা শুধু মন্তব্য করেন - দরকার না থাকলেও করেন।
আমার দৃষ্টিভঙ্গি:
যেহেতু আপাতত আমি এই ফোরামের মডারেটর হিসেবে আছি, তাই অনেক ব্যাপারই আমাকে দেখতে হয়; কখনো কখনো অভিযোগ শুনে তার সমাধান করতে হয়। কিন্তু অপ্রাসঙ্গিক মন্তব্য প্রসঙ্গে কোন অ্যাকশন নেয়ার আগে আমি সবসময়ই কিছু বিষয় ভেবে দেখি.... সেই বিষয়গুলিই আপনাদের বিবেচনার জন্য তুলে ধরছি....
কারণটা কি?
প্রথমেই যে ব্যাপারটা আমার নজর কেড়েছিল সেটি হচ্ছে কে মন্তব্য করছে ....
তারপর তার পরিস্থিতি বুঝার চেষ্টা করি। ভাষার মারপ্যাচে না গিয়ে সরাসরি যেটা বুঝলাম সেটা বলি --
১. যাঁরা প্রবাসী, অনেক ক্ষেত্রেই তারা দেশে বসবাসকারীদের চেয়ে অনেক বেশি নিঃসঙ্গ -- কথা বলার আছে কিন্তু শোনার লোক নাই। এটা যে কতবড় একটা কষ্টকর ব্যাপার ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেন না (আমি নিজেও ভুক্তভোগী)।
শুরু থেকেই আমার পোস্ট দেখবেন অনেক বেশি ... তার একটা কারণ হল এটা। আড্ডা মারাটা যে কি মিস করি... তাই কোথাও দেশি কথা বলার সুযোগ পেলেই সেটা লুফে নেই। এই ব্যাপারটা আমি ছাড়াও আরো অনেক সদস্যর মধ্যে রয়েছে। ফলে যেটা হয়, অপ্রাসঙ্গিক মন্তব্য হয়ে যায়.... জোর করে অপাংক্তেয় জায়গায় মন্তব্য ছেড়ে দেই .... কম্পিউটার প্রোগ্রামিংএর গুরুগম্ভীর আলোচনার মধ্যে "কি ভাই, শইলডা বালা" - জাতীয় মন্তব্য ছেড়ে আসি।
তাই যারা দেশে আছেন, কিংবা এতটা নিঃসঙ্গতায় ভোগেন না.. তাঁদের কাছে ব্যাপারটা খুবই বিরক্তিকর হয়ে উঠে।
২. দেশে একটু অবসর পেলে গিয়ে আড্ডা মেরে আসি কোথাও ..... বিদেশে সেই উপায় কোথায় ... হয় সবাই ব্যস্ত (দেশেও হতে পারে এ পরিস্থিতি) কিংবা কথা বলার মত দেশি কেউ নাই। তাই এই ফোরাম বা অন্য বাংলা কমিউনিটি (যেখানে সবসময়ই কাউকে না কাউকে পাওয়া যাবে), ভরসা।
৩. ইন্টারনেটের সহজলভ্যতাও অনেকক্ষেত্রে বেশি মন্তব্য করার পেছনে দায়ী থাকে।
..... আপাতত এটুকুই ......