টপিকঃ মন্তব্য ও সম্মাননা সমাচার
বিভিন্ন সময় মন্তব্যের জায়গায় দেখি কিছু মন্তব্য যেটা সাধারণত পোস্টকারীকে নিরুৎসাহিত করে। উদাহরণ, "পুরাতন জোক", "আগেই শুনেছি"।
একটা জোক বা মজার কিছু পড়ে কারোও যদি মজা লাগে বা আনন্দ লাগে, তাহলে সে সেটা অন্যদের সাথে শেয়ার করার জন্যই কষ্ট করে ব্লগে বা ফোরামে পোস্ট করে। আর তাঁকে এভাবে নিরুৎসাহিত করাটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি জোক পড়তে খুব পছন্দ করি, তাই অনেক উৎস থেকে জোক পড়ি প্রায় নিয়মিত। এমনকি একসময় দম ফাটানো হাসির গল্প শিরোনামের বইও কিনতাম!! স্বাভাবিকভাবেই অনেক জোকই কমন পরে যায়। কিন্তু যেই আগ্রহ নিয়ে সবার সাথে আনন্দটা শেয়ার করার জন্য একজন পোস্ট করে সেই আগ্রহটাকে চুপসে দিতে মন চায় না, তাই কোন রকম মন্তব্য করি না। অন্ততঃপক্ষে এটা সরাসরি নিরুৎসাহিত করার চেয়ে ভালো মনে হয়। আবার মজা পাইলেও শুধু "মজা পাইলাম" টাইপের মন্তব্য করি না, কারণ অন্য একজন পাঠকের আবার সেটা পড়তে তেমন একটা ভালো না-ও লাগতে পারে। তাই রেপুটেশন দিয়ে সেখানে "মজা পাইসি" লিখে দিয়ে আসি।
"মজা পাইছি", "খুব ভালো", "ধন্যবাদ" এই টাইপের মন্তব্য করা কমিয়ে দিচ্ছি ক্রমশঃ। কারণ বিভিন্ন আলোচনামূলক টপিকে এগুলো অপর একজন পাঠকের পড়ার ধারাবাহিকতা নষ্ট করে দেয়, বিরক্তি উৎপন্ন করে। আগ্রহের একটা আলোচনায় নতুন একটা মন্তব্য এসেছে দেখে, খুলে যদি দেখা যায় -- ভাল হৈছে টাইপ মন্তব্য, হতাশার সাথে মেজাজটাও কিঞ্চিৎ খারাপ হয়। কারণ, আমার উদ্দেশ্য ছিল ঐ বিষয়ে আরোও কিছু জানার। অন্য অনেকের ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম মনে হয়। তাই, চমৎকার একটা লেখার জন্য আমার কৃতজ্ঞতা জানাতে তাই রেপুটেশন দেই -- লেখকও জানলেন আমার কৃতজ্ঞতা, আর অন্যদের পড়ার ফ্লো-ও নষ্ট হলো না কিংবা মিসগাইডেড হলেন না।
একটা সমস্যা রয়ে গেছে .... একই ব্যক্তিকে ৫ ঘন্টার (৩০০ মিনিট) ভেতরে একাধিকবার রেপুটেশন দেয়া যায় না। অবশ্য ৫ ঘন্টার মধ্যে একাধিক চমৎকার মৌলিক লেখা প্রকাশ করাও সহজ নয়। এ বিষয়ে ভাববার অবকাশ রয়েছে .... তবে এটার সময় নিয়ন্ত্রন না থাকলে কেউ কেউ বিকৃত মানসিকতার পরিচয় দেবেন - এই সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। আবার অন্য একটা প্রশ্ন এসে যায়, সবাই যদি এভাবে মন্তব্যের বদলে রেপুটেশন দিতে থাকে তাহলে একেকজনের সম্মাননা বা রেপুটেশন কেমন দাঁড়াবে। এ বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হল, রেপুটেশনগুলি হবে কয়েক শত বা কয়েক হাজার। এই মুহূর্তে কারো ৫ কারো ২০ দেখে যতটা কম বেশি মনে হচ্ছে, পরবর্তীতে ২৫০০ আর ২৬০০ এর মধ্যে তেমন কম বেশি মনে হবে না।