টপিকঃ Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ
গতকালকে Froyo হ্যান্ডসেট কিনলাম একটা। স্যামসাং গ্যালাক্সি 551.এখন যে অ্যাপটা গরু খোঁজা করেও পাচ্ছি না তা হচ্ছে এমন একটা মিউজিক প্লেয়ার যেটা কল করার সময়ও বাজানো যাবে।সিম্বিয়ানে মনে হয় এটা বিল্ট ইন। কিন্তু Android এ এটা পারছি না। কেউ কোনো সাজেশন দিতে পারবেন?