টপিকঃ Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ

গতকালকে Froyo হ্যান্ডসেট কিনলাম একটা। স্যামসাং গ্যালাক্সি 551.এখন যে অ্যাপটা গরু খোঁজা করেও পাচ্ছি না তা হচ্ছে এমন একটা মিউজিক প্লেয়ার যেটা কল করার সময়ও বাজানো যাবে।সিম্বিয়ানে মনে হয় এটা বিল্ট ইন। কিন্তু Android এ এটা পারছি না। কেউ কোনো সাজেশন দিতে পারবেন?

Re: Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ

এইটা বোধহয়, রুমেল সবথেকে ভাল বলতে পারবে।

অফটপিকঃ দাম কতো নিলো ?

Re: Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ

২০,০০০ নিল অনেক জোরাজুরির পর। তবে আমি সারা বাংলাদেশ খুঁজে একটা পেয়েছি।বসুন্ধরা সিটি, রাইফেলস, শেষে ইস্টার্ন প্লাজায় একটা দোকানে এক পিস। আরও আসলে আসতেও পারে।এক দোকানে আমাকে ১৫ তে দিবে বলে ঘুরিয়েছে অনেক দিন। পুরাই মিথ্যা।এই সেট সারা দুনিয়াতে ২০ এর নিচে নেই।

Re: Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ

কনফিগারেশন  তো দেখি বেশ ভালই। কিনবো নাকি ?  tongue_smile  জিঞ্জারবার্ড এ আপগ্রেড করা যাবে না ???
আমি অবশ্য HTC এর একটা ফোনের জন্য অপেক্ষা করে আছি। ২২/২৩ হাজার চাচ্ছে।  waiting

Re: Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ

আমার আসলে qwerty টা খুব দরকার ছিল। ওইগুলার দাম তো ৪০ এর নিচে নেই।তাই আমার হাতে Froyo সহ আর কোন option ছিল না। ওইটা কি qwerty? Gingerbread মনে হয় না করা যাবে। এই ফোনের ভবিষ্যৎ থাকার সম্ভাবনা কম। কোন মিডিয়া অ্যাটেনশন পায় নেই এই সেত।স্যামসাং চেষ্টাও করে নেই।

Re: Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ

আমিও খানিকটা চিন্তায় আছি। HTC WildFire এ ইকলেয়ার দেয়া থাকে, ফ্রয়ো তে আপগ্রেড করা যায়, কিন্তু জিঞ্জারবার্ড এ আপগ্রেড করার অপশন না রেখে ওরা সম্পূর্ণ নতুন মডেল রিলিজ করে দিয়েছে HTC WildFire S. ওটা্য় জিঞ্জারবার্ড ব্যবহার করা হয়েছে। প্রসেসর আর র্যামও বাড়ানো হয়েছে খানিকটা। কিন্তু WildFire এ অপটিক্যাল ট্র্যাকপ্যাড আছে, যেটা কিনা তার দ্বিতীয় ভার্সন HTC Wildfire S এ ওইটা দেখলাম না। sad

ভাবছি WildFire টাই কিনবো, দেখতে ভাল, ডিজায়ার এর মত বিশাল না, তবে এটাকে HTC ডিজায়ার এর ছোট ভাই বলেই আখ্যায়িত করেছে দেখলাম। smile

লোবা, দিবা, মেহেদী

Re: Android ফোনের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাপ

vai niye nen