টপিকঃ অবশেষে স্যামস্যাং গ্যালাক্সী এইস কিলাম
অবশেষে স্যামস্যাং গ্যালাক্সী এইস কিলাম । এন্ড্রয়েড এর ব্যাপারে অনেক কিছু শুনাবার ছিলাম , ফোরামের পোস্ট গুলা পরার পরে লোভ আর সাম্লাইবার পারলাম না, দিলাম মার্কেটে ছুট, কিনা আনলাম , ২৭,৪০০ পড়ছে , ওয়ারেন্টী ছাড়া কিনাবার সাহস পাইলাম না, নাইলে আরো ৪০০কম পড়তো,
এই পোস্টে আমার এন্ড্রয়েড অভিজ্ঞতা শেয়ার করবো, প্রথম কাম হইলো চার্জ দেয়া, চার্জ দিতে গেলাম , কারেন্ট বাবা দুম কইরা ভাগ্লো।
যাঊজ্ঞা রাইত জাগতে হইবো আজকে।
এন্ড্রয়েড গুরু রা পরার্মশ দিয়া এই অভাগা রে হেল্পান, কেম্নে কি করতে হইবো
সেট কি বন্ধ কইরা চার্জ দিমু, বন্ধ কইরা চার্জ দিলে যে চার্জ হইতাছে এইডার কোনো নটিফিকেশন দেখাইবো??
আল্লাহ মালুম, কারেন্ট কহণ আইবো