টপিকঃ অ্যান্ড্রয়েড রম ব্যাপআপ করব কিভাবে
আমার অ্যান্ড্রয়েড ফোনের কারেন্ট রম ব্যকআপ করতে চাই ।আমি সিএম৭ ব্যবহার করছি..এখন সিএম নাইটলি বিল্ড ভার্সনটা টেস্ট করতে চাই
সুতরাং নাইটলি বিল্ড ভার্সন যদি ভালো না লাগে তাহলে আমার পূর্বের রমে ফিরে আসতে হবে...তাই আপাদত আমার কারেন্ট রম ব্যকআপ করতে চাচ্ছি
উল্লেখ্য যে আমি রম ব্যকআপ এপপ টা দিয়ে ট্রাই করছিলাম কিন্তু কাজ হয় নাই...রম ব্যকআপ করলে একটা তারিখ লেখা আসে কিন্তু আমি বুঝতেছি না পরে রিস্টোর করব কিভাবে
আর টাইটানিয়াম ব্যকআপ দিয়েও ট্রাই করছিলাম উইটা দিয়ে সব অ্যাপ ব্যকআপ করছি এখন কি করতে হবে মানে নতুন রম ইন্সটল দেয়ার পর রিস্টোর করব কেমনে ?