টপিকঃ জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?
দেশ থেকে আমার এখানে জিপি থেকে ফোন করলে নাম্বার দেখাই 002, এটা কি প্রমাণ করেনা জিপি এখনও ভিওআইপি ব্যবহার করে।
ব্যক্তিগত ভাবে আমি ভিওআইপির বিপক্ষে নই। কিন্তু জিপির মত বিদেশি প্রতিষ্টান গুলো যদি সরকারকে কোন কর না দিয়ে মুনাফা লুটে তবে আমি তার বিরোধিতা করি।