টপিকঃ জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?

দেশ থেকে আমার এখানে জিপি  থেকে ফোন করলে নাম্বার দেখাই 002, এটা কি প্রমাণ করেনা জিপি এখনও ভিওআইপি ব্যবহার করে।
ব্যক্তিগত ভাবে আমি ভিওআইপির বিপক্ষে নই। কিন্তু জিপির মত বিদেশি প্রতিষ্টান গুলো যদি সরকারকে কোন কর না দিয়ে মুনাফা লুটে তবে আমি তার বিরোধিতা করি।

Re: জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?

Re: জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?

অবৈধ ভিওআইপি ব্যবহার করায় সরকার জিপি'কে ১৬৮ কোটি টাকা জরিমানা করেছে। ৩টি কিস্তিতে এ জরিমানা পরিশোধ করবে জিপি। clapclap

সূত্র: ডেইলি স্টার (আইসিটি অব বাংলাদেশ থেকে পেয়েছি)

Re: জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?

ব্যবসায়ীরা শুধু লাভ দেখে। smile

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?

জিপি শুধু কল টারমিনেশন করে না, ভিওআই পি দিয়ে কল জেনারেট ও করে। যখন কল টারমিনেশন হয় তখন আমার(প্রবাসিদের) টাকা বাচে , সে টাকা আমরা দেশে পাঠায়। কিন্ত যখন কল জেনারেট করে তখন বাংলাদেশ থেকে যার ফোন করে তার কাছ থেকে বিটিটিবি রেট হিসাবে টাকা কাটে, কিন্তু টাকা টা সরকার পায়না। এইটা হচ্ছে পুকুর চুরি এবং দেশের বেশি ক্ষতি।  অধিকাংশ ভিওআইপি কল জেনারেট করেনা। মোবাইল কম্পানি গুলো এই কাজটা করে। জরিমানা টা কিন্ত কল টারমিনেশন এর জন্য কল জেনারেশন এখনও চালু আছে। ফোরামে কোন সাংবাদিক ভাই থাকলে ব্যাপারটা পত্রিকায় একটু লেখালেখি করেন।

Re: জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?

Re: জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?

এইটা নিয়ে ব্যাপক লেখালেখি হওয়া দরকার পত্রিকা গুলোতে। বিদেশী যেকোন কল আসলে 01 calling অথবা 00 calling অথবা private number calling আসে।

আচ্ছা আর বিদেশে কাউকে কল করলে সেও আমার নম্বর দেখে না। এটাও কি voip এর জন্য হয়?

Gentlemen, you can't fight in here, this is the war room!

Re: জিপি কি এখনও ভিওআইপি ব্যবহার করে?