টপিকঃ স্কান্ডেনেভিয়ান দেশে পড়াশোনা।
স্কান্ডেনেভিয়ান দেশ বলতে মুলত বুঝায় সুইডেন,নরওয়ে,ফিনল্যান্ড। এসকল দেশের অর্থনৈতিক অবস্থা যেমন সমৃদ্ধ তেমনি এখানকার শিক্ষার হার এবং শিক্ষার পরিবেশ এবং সযোগও অনেক বেশি। এইসকল দেশে পরাশুনার জন্য কোন টিউশন ফী লাগেনা মানে সম্পুর্ন বৃত্তি। তবে বেসরকারী প্রতিষ্ঠানে ভর্তি হলে আপনাকে বেশ মোটা অঙ্কের টিউশন ফি দিতে হবে।
তবে এক্ষেত্রে ঢাকার অনেক নামিদামি ট্রাভেল এজেন্সি আপনাকে সাহায্য করতে পারবে। প্রায়ই দেখবেন পত্রিকায় এদের বড় বড় বিজ্ঞাপন বিনা বেতনে সুইডেন,নরওয়ে,ফিনল্যান্ড -এ ভর্তি ও ভিসা ভুলেও এদের কাছে যাবেন না। এরা আপনাকে বলবে আসলে এখন সুইডেনে টিউশন ফি লাগে বা আপনার রেজাল্ট খারাপ আপনাকে ভর্তি করাতে হলে ****টাকা লাগবে ইত্যদি.......................
(হাঙ্গরিকোডার এর জন্য তথ্য সুইডেনে এখনো টিউশন ফি লাগে না)
চলবে..................................................(শরীরটা ভাল না তাই লিখতে ইচ্ছা করছে না আগামি দিন।)