স্যামসাং গ্যালাক্সী পপ আছে মিডিয়াম,কিন্তু এইচটিসি ওয়াইল্ড ফায়ার এস টা জটিল।এন্ড্রয়েড ২.৩।লেটেস্ট তাই ভালো হবে।আর এটার আইসক্রীম সেন্ডউইচ(২.৪) আপডেট আসতে পারে।
স্যামসাং গ্যালাক্সী এইস ও ভালো।
যদি কিছু মনে না করেন।আপনার আরেকটা হ্যান্ডসেট থাকলে।১৫০০০ টাকায় ট্যাবলেট পিসি আছে দেশী ব্র্যান্ড।ইন্সপেরিয়া।এন্ড্রয়েড ফ্রয়ো,৭.২" টাচ স্ক্রীন এলসিডি,ফ্রন্ট ক্যামেরা ১.৩ মেগা পিক্সেল,ওয়াই-ফাই,৪ গিগা বাইট এইচডিডি(এক্সপান্ডেবল ৩২গিগা বাইট)।প্রসেসর ৮০০ মেগা হার্টজ,৫১২ রেম,USB converter আছে,ওদের ডেভেলপ করা ৪টা সফটওয়্যার ফ্রী........সব তথ্য প্রকাশ করবে শীঘ্রই।সিম কার্ড স্লট আছে নাকি জানি না।গুলশান ওফিস এ গিয়ে ফর্ম পূরণ করে কিনতে হবে।সামনে মর্কেটে ছাড়বে।
https://www.facebook.com/insperiabd?sk=info
থ্রিজি টার দাম ২৫০০০।
নোকিয়ার কিন্তু নতুন সেট আসছে।নতুন ও.এস।সিমবিয়ান বেলী।মডেল ৭০১,৭০০,৬০০,৫০০(সিমবিয়ান এন্না,আরেকটি নতুন ও.এস)।নি্য়ার ফিল্ড কম্যিউনিকেশন(NFC),সহ আরো নতুন বহু ফিচার আছে।প্রসেসর ১.০ গি.হা.।সিমবিয়ান ^৩ এ পোর্ট্রেইট মোডে কোয়ার্টি কিপ্যাড আসতো না,শুধু ল্যান্ডএস্কেপ মোডে আসত।বেলী তে আসে।
স্যামসাং,নোকিয়া দুটোয় ভালো।বাকীটা আপনার।ওহ এক্স ৭(সিমবিয়ান এন্না) টাও সুন্দর,একদম পাতলা,গেমিংয়ের জন্য মনে হয়।
nokia X7:-(launched)BDT 35000
http://www.nokia.com.bd/find-products/p … dtmt46df88
nokia 701:-(comming soon)
http://www.nokia.com.bd/find-products/p … /nokia-701
nokia 700:-(comming soon)
http://www.nokia.com.bd/find-products/p … /nokia-700
nokia 600:-(comming soon)
http://www.nokia.com.bd/find-products/p … /nokia-600
nokia 500:-(comming soon)
http://www.nokia.com.bd/find-products/p … /nokia-500
nokia symbian belle OS:-
http://europe.nokia.com/symbian-belle
(যারা সিমবিয়ান^৩ ও.এস ডিভাইস ইউজ করেন তাদের জন্য এন্না আপডেট এসেছে)
মাইক্রোসফট এপ্লিকেশন সামনে থেকে সিমবিয়ান বেলী এবং এন্না এ ইউজ করতে পারবে। । । ।
আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া ই থাক,সব পেলে নষ্ট জীবন।