টপিকঃ “মুক্ত দর্শন, মুক্ত সংস্কৃতি” বিষয়ক গণআড্ডা
মানুষের সবচাইতে বড় ক্ষমতা হচ্ছে তাঁর চিন্তাশক্তি, বুদ্ধ্বি এবং প্রজ্ঞা। এরচাইতেও বড় কথা মানুষ তাঁর এই সমস্ত গুণ সমাজের সাথে ভাগাভাগি করে নিতে পারে। এভাবে বহুজনের জ্ঞান সমাজে ছড়িয়ে দেবার মাধ্যমে সমৃদ্ধ হয় গোটা বিশ্ব। জ্ঞানের এই মুক্ত বিকাশ এবং বিচরনের দর্শন থেকে ২০০৪ সালের ২৮ আগস্ট প্রথমবারের মত পালন করা হয় “সফটওয়্যার ফ্রিডম ডে”। ২০০৬ সাল থেকে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার এই দিবসটি পালন করার সিদ্ধান্ত হয়। তাই আগামী ১৭ সেপ্টেম্বর পালিত হবে “সফটওয়্যার ফ্রিডম ডে- ২০১১”। সবার অংশগ্রহনে একটি উন্মুক্ত, স্বচ্ছ এবং সৃজনশীল ডিজিটাল বিশ্ব—এই কথাটিই হচ্ছে এই দিবসের মূল তাৎপর্য। দিবসটি উপলক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, আইইউবি চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামের জামালখানে অবস্থিত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে “মুক্ত দর্শন, মুক্ত সংস্কৃতি” বিষয়ক গণআড্ডা। এই আড্ডার সঞ্চালকের দায়িত্বে থাকবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।