Re: রা.ওয়ান মুভির কাহিনী সংক্রান্ত আলাপ আলোচনা
মাহমুদ রাব্বি লিখেছেন:রোবট শাহরুখকে অফার করছে কিন্তু শাহরুখ এসব বাজে মুভি করে না। শাহরুখ তার রা.ওয়ান নিয়ে অনেক ব্যাস্ত ছিল। রজনীকান্ত নিজেও বলছে রোবট রা.ওয়ানের ধারে কাছে যাইতে পারবে না। শাহরুখ ওর জন্য স্পেশাল প্রিমিয়ার রাখছিল। রোবট বানানো খালি তামিল দর্শকদের গেলানোর জন্য যার কারনে তামিল ছাড়া এই মুভির ব্যবসা শোচনীয়।
এখানে রা.ওয়ান কে শাহরুখের রোবট বলা হইতেছে অন্য কারনে কারন রোবট ভারতে সবচেয়ে বেশি আয় করা মুভি রা.ওয়ানও হইতে পারে। আর আপনে বুঝছেন উলটা। এতো উলটা ভাবলে কি হয়
রোবট হচ্ছে ভারতের ইতিহাসে অন্যতম ব্লকবাষ্টার ছবি। দক্ষিনের ছবি তাই সেখানে ইতিহাস সৃষ্টি করছে। বাইরের দেশেতো অভাবনীয় ব্যবসা। মুম্বাইয়েও ভালো ব্যবসা করছে। HBO চ্যানেলে দেখাবে সামনে।
শাহরুখের এযাতকালের সব ছবি দক্ষিনে শোচনীয় অবস্থা।
শংকর হিন্দি রোবটে শাহরুখকে চুড়ান্ত করেছিলো (ছবির প্রযোজকও ছিলো শাহরুখ) কিন্তু শেষ মূহুর্তে শাহরুখ ছবি থেকে সরে যায়। তার কয়েক মাসের মধ্যেই শাহরুখ ঘোষনা দেয় সে নিজে সুপার হিরো ছবি বানাবে। নাম রাবন। কিন্তু মনি রত্নম তার ছবির নাম রাবন রাখায় শাহরুখ নাম চেইঞ্জ করে রা-ওয়ান রাখছে। তখনই ট্রেড বিশেষজ্ঞরা বলেন সংবাদ মাধ্যমে যে শংকরের সাথে মনোমালিন্যের কারনে রোবট না করে রা-ওয়ান বানাচ্ছে।