Re: ঈদে বিভিন্ন চ্যানেলে যা যা দেখবেন (বাছাইকৃত অনুষ্ঠানসমূহ)
শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » ঈদে বিভিন্ন চ্যানেলে যা যা দেখবেন (বাছাইকৃত অনুষ্ঠানসমূহ)
শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
সেন্স না সেন্সরড কথাবার্তা
আজকে সব নাটক দেখলাম ১৮+
concept , খুবই চমৎকার সিলেকশন। আমিও বাড়তি কিছু অনুষ্ঠান পেলাম।
গতকাল কে অনেক গালাগালি শিখলাম , বিয়ের রাতে কি করতে হয় তাও শিখলাম , কিভাবে ড্রাগ নিতে হয় তাও শিখলাম সবি পাইলাম কিন্তু হাসির কিছু পাইলাম না (অনেক স্থুল ভাবে হাসানো চেষ্টা করেছে অনেকে) । তার সাথে etv তে ঢাকা উইকে যে অশ্লীল ফ্যাশন ফ্যাশন শো হয়ে ছিলো দেখাচ্ছিল ।
আজকে খালি শখের আরটিভিতে রাতে যে নাটক হবে তাই শুধু দেখবো।
এবার ঈদে কার কোন নাটক / টেলিফিল্ম ভালো লাগছে বলেন। ডালো দিবো।
ঈদের নাটক ভাল প্রিন্টের কোথায় পাওয়া যাবে? কারো কাছে কোন লিংক থাকলে শেয়ার করলে ভাল হয়।
দেহরক্ষী নাটকে
সেন্সরের বহর শুনে (বিপ বিপ) কান ঝালাপালা
৬স্ঠ দিন Rটিভিতে গানপাউডার নাটক দেখলাম। বেশ ভালো লাগলো। একশন নাকট।
বিজ্ঞাপনের জন্য টিভিতে কোন কিছু দেখা বহু আগেই বন্ধ করে দিছি ।
এবার ঈদে একটা নাটকও পুরো দেখা হয়নি। তাই কোনটা ভাল খারাপ বলতে পারলাম না।
ঈদের দ্বিতীয় দিন এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। বাইরে দফায় দফায় বৃষ্টি, তাই কেউ বের হইনি। তাই কিছু টিভি প্রোগ্রাম দেখলাম।
কোন এক চ্যানেলে মডেল নোবেল অভিনয় করছিলেন এক টেলিফিল্মে। তার বিপরীতে ঠিক কে আছে তা বুঝা গেল না। গৃহশিক্ষক নোবেল 'ভাইয়া' পড়ান এক ছাত্রিকে (যাকে জীবনে দেখি নাই)। কাহিনী ঠিক মত বোঝার জন্য বেশ কিছুক্ষন বিজ্ঞাপন দেখতে হল। মনে হল ত্রিভুজ-প্রেমঘটিত গল্প। কিছু বুঝে উঠবার আগেই দেখলাম 'ভাইয়া' ছাত্রির হাত ধরে আউটট্রোতে হেঁটে চলে যাচ্ছেন। ও হ্যাঁ, মাঝখানে কিছু ভাবওয়ালা ডায়লগ ছিল।
টেলিফিল্মটা মাঝখান থেকে দেখা বলেই হয়তো কিছু মাথায় ঢুকেনাই। যাগগে! চ্যানেল পাল্টাতে পাল্টাতে আসলো হুমায়ুন আহমেদের রচনা এবং শাওনের পরিচালনায় এক নাটক। ফাজলামি করার নিত্য নতুন কায়দা দেখার ধৈর্য হল না। চ্যানেল পাল্টাতেই আসলো ফ্যাশন শো। র্যাম্পের মডেলরা দেশি নাকি বিদেশি এই নিয়ে শুরু হল তীব্র বিতর্ক । অবশেষে 'মডেলগুলা বিদেশি' প্রস্তাবনাটি সর্বসম্মতিক্রমে পাশ হল।
তারপর শুরু হল মোশাররফ করিমের নাটক, তাতে শখও আছেন। মিঃ করিম আজ পর্যন্ত তার টাইপ ভাঙতে পারলেন না, আর শখ পারলেন না তার বাংলা উচ্চারন ঠিক করতে।
কোথাও ভাল কিছু না পেয়ে কার্টুন নেটওয়ার্কে এসে থামলাম। কিন্তু ততক্ষনে শুরু হয়ে গেছে আসসাদুজ্জামান নূরের "কে হবে কোটিপতি"। খেলাটাকে জমিয়ে তোলার জন্য হট-সিটে তিশা আর চঞ্চল চৌধুরি বেশ কসরত করলেন। কিন্তু সঞ্চালককে অসম্ভব নিরব মনে হল, মনে হয় কেউ জোর করে তাঁকে সঞ্চালকের দায়িত্বটা দিয়েছে। এর চেয়ে Ben 10 ই ভাল ছিল।
তাড়াহুরা করে বিটিভিতে ফেরত আসলাম, 'ইত্যাদিকে' মিস করা চলবেনা। পর পর তিনটা কৌতুক স্কীড এবং দুইটা গানের পর মনে হল সুর এখানেও কেটে গেছে।
এরই মধ্যে রাতও অনেক হয়ে গেছে। বাসায় যাবার জন্য বের হতে না হতেই শুরু হল বৃষ্টি। সারাদিনে এই প্রথম কিছু এনজয় করলাম।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » ঈদে বিভিন্ন চ্যানেলে যা যা দেখবেন (বাছাইকৃত অনুষ্ঠানসমূহ)
০.০৬১৫০২৯৩৩৫০২১৯৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৯৭৬৪২১৭৬৭৫৪৭ টি কোয়েরী চলেছে