Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল (ঈদ স্পেশাল) : পর্ব ৮ - অতিথি: সমন্বয়ক উদাসীন
প্রতিটা প্রশ্নের উত্তরই অতীব হাই থট টাইপ হয়েছে। বেশীরভাগই এন্টেনায় ক্যাচ করে নাই! এইজন্যই হয়ত উনি উদাসীন !
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » কিছুক্ষণ উইথ স্বপ্নীল (ঈদ স্পেশাল) : পর্ব ৮ - অতিথি: সমন্বয়ক উদাসীন
প্রতিটা প্রশ্নের উত্তরই অতীব হাই থট টাইপ হয়েছে। বেশীরভাগই এন্টেনায় ক্যাচ করে নাই! এইজন্যই হয়ত উনি উদাসীন !
উদাসীন লিখেছেন:আমার মনে হয় আমি আমার নাম বলেছি আমার কোনো একটি গল্পে...হা হা হাহা। যাহোক, ভালো থাকুন সবাই।
এ ভারী অন্যায় উদাসীন'দা। এখন কোন গল্পে কোন সময় কোন নাম আপনার সেটা কিভাবে খুজে বের করি !
কোন গল্পে নাম বলছে উদাসীনদা? এহন কেমনে খুইজা বাহির করি? খুজতে খুজতে তো জীবন তামা তামা হইয়া গেল রে
ওনার আসল নাম মনেহয় নেয়াজ। কেন জানি ওনার অতঃপর গল্পের নায়ক নেয়াজ এর ক্যারেক্টারটা তুলে ধরার সময় বারবার তাকে উদাসীন বলেছিলেন।
খুবই জোস ইন্টারভিউ। পড়ে ভালো লেগেছে।
কেন জানি ওনার অতঃপর গল্পের নায়ক নেয়াজ এর ক্যারেক্টারটা তুলে ধরার সময় বারবার তাকে উদাসীন বলেছিলেন।
হুম আমার কাছেও তাই মনে হচ্ছে।
তার-ছেড়া-কাউয়া লিখেছেন:কেন জানি ওনার অতঃপর গল্পের নায়ক নেয়াজ এর ক্যারেক্টারটা তুলে ধরার সময় বারবার তাকে উদাসীন বলেছিলেন।
হুম আমার কাছেও তাই মনে হচ্ছে।
এহন এটা সঠিক না বেঠিক সেটা কে বলবে
এই রকম ফাটাফাটি, সুপার ডুপার ব্লকবাষ্টার পোস্ট আগে চোখে পরে নাই কেন?
চমৎকার ইন্টারভিউ। কিছুক্ষন উইথ সপ্নীল সিরিজের সেরা পর্ব।
উদাসীনদা নাম না বললে কিন্তু খেলুম না।
আরও এক গাদা সাহিত্য বের হয়ে আসল উদাসীন ভাইয়ের কাছ থেকে।
অবিবাহিতদের বিবাহ নিয়ে স্বপ্নীলের বড়ই চিন্তা।
ম্যাচ মেকিং শুরু করে দিতে পার ইন্টারভিউর পাশাপাশি।
আমার প্রিয় একজন মানুষের সাক্ষাৎকার নেবার জন্য স্বপ্নীলকে অভিনন্দন
@উদাসীন ভাই, আসল নামের ব্যপারটা খোলাসা করেন প্লিজ
উদাসীন ভাইকে নিয়ে কিছূক্ষণ পর্বটা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।
ওনার সব কবিতা না বুঝলেও কেন জানি ইন্টারভিউটা বেশ লেগেছে।
ধন্যবাদ।
এতো সুন্দর ভাবে গুছিয়ে মানুষ কিভাবে কথা বলে আমি কিছু বলতে গেলেই কথার মাঝে কোথায় কোথায় যেন অটো গিট্টু লেগে যায়। ইন্টারভিউটা তিনবার পরলাম। উদাসিন ভাইয়ের প্রতিটি কথা আমার কাছে অসাধারন লেগেছে। সম্পূর্ন হৃদয়টা ছুয়ে গিয়েছে
আবারো সবাইকে অশেষ ধন্যবাদ। নাম দিয়ে কী হবে? কাজই আসল
আবারো সবাইকে অশেষ ধন্যবাদ। নাম দিয়ে কী হবে? কাজই আসল
জ্বী নেয়াজ ভাই, ঠিক বলেছেন।
আরও এক গাদা সাহিত্য বের হয়ে আসল উদাসীন ভাইয়ের কাছ থেকে।
অবিবাহিতদের বিবাহ নিয়ে স্বপ্নীলের বড়ই চিন্তা।
ম্যাচ মেকিং শুরু করে দিতে পার ইন্টারভিউর পাশাপাশি।
ইয়ে মানে, দায়িত্ব বলে একটা কথা আছে না চিন্তা করতেছি "ঘটক ঝাকি ভাই" নামে কোনো ম্যাচ মেকিং ফার্ম খুলে বসব কিনা
ফার্ম খুললে আপনি যদি ততদিন সিংগেল থাকেন তবে আপনাকে দিয়েই শুরু করার ইচ্ছা আছে
উদাসীন ভাইয়ের নাম নেয়াজ না! তাই না ভাইয়া? আসল নামটা আমিও নাই বা বলি।
তবে আদ্যাক্ষর জে. আই. দিয়ে! এতটুকু উদাসীন ভাই লুকান না, তাই আমিও বলে দিলাম! বাকিটা উনার সব গল্প ঘেটে-ঘুটে বের করতে পারো!
আমি উদাসীন ভাইয়ের নাম, এলাকা, পড়াশুনা আর এই ইন্টারভিউর প্রায় সব কথাই কিভাবে কিভাবে যেন জানি! হয়ত আমি বোন হিসেবে নেহায়েৎ খারাপ না!
প্রজন্ম ফোরামটাই এমন, কেন জানি ফোরামিকদের বাস্তবিকই দেখতে/জানতে ইচ্ছে করে! কিন্তু উদাসীন ভাইকে করে না! এ এক আজব অনুভূতি! মনে হয় ছায়া ছায়া রহস্যটুকু যেন কখনও মিলিয়ে না যায়!
আরেকটা জিনিস মনে হয়, ভালবাসার সত্যিকার আগুনটা হয়ত উদাসীন ভাই-ই দেখেছেন! আমি ত পাওয়ার দলের মানুষ, সুখি মানুষ, খাঁটি সোনা মনে হয় চিনিও না, বুঝিও না! আর অবাক হই! ভাগ্যিস এমন একজন ভাই আছে আমাদের মাঝে! কথাগুলো বোধহয় বুঝাতে পারলাম না!
স্বপ্নিল, দারুন একটা কাজ করেছ! পড়ে দারুন উপভোগ করলাম! আমি তোমার সাক্ষরে ঢু মেরে এই পোস্টে প্রায় প্রথমেই ক্লীক করেছি! মাঝে মাঝে গ্যাপ পড়লে কারো কারো প্রোফাইল ঢু মারা অতি জরুরী হয়ে যায়! এই যেমন স্বপ্নীল!
@মুন, অসাধারণ মন্তব্য! একেবারে মনের কথা বলে দিয়েছো।
হেহে, মুনপু কামের কাম করে ফেলসো আমাকে উদাসীনদা কয়েকদিন আগে গোপন বার্তায় উনার নামের আদ্যাক্ষর জে. আই. জানিয়েছিল, সেখান থেকে নামটা বের করে ফিরতি বার্তায় ধন্যবাদও জানিয়েছি। কিন্তু এখানে ফোরামে প্রকাশ করা যাবে কিনা এ নিয়ে সংশয়ে ছিলাম, তুমি সেটা করে দিয়ে ভালই করেছ।
হ্যা, একদম ঠিক বলেছ, উদাসীনদার রহস্যময়তা বজায় থাকুক এটা আমারও কামনা, এটাই মানানসই
আর এতদিনে হলেও ফোরামে ফিরে এসেছো সেটাই অনেক, আমি তো বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হলো তোমার। তুমি ছাড়া কিছু জমে? একদম ফোরাম ঝিমিয়ে গিয়েছিল। নিয়মিত থেকো কিন্তু, আবার হারিয়ে যেও না
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » কিছুক্ষণ উইথ স্বপ্নীল (ঈদ স্পেশাল) : পর্ব ৮ - অতিথি: সমন্বয়ক উদাসীন
০.০৭৬২০৮৮২৯৮৭৯৭৬১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৯০.৪৯৯৭৮৮৫২৬৫৭৫ টি কোয়েরী চলেছে