Re: বহুদিন য়াবৎ নপিক্স চালিয়ে বেশ মজা পাচ্ছি
দারুন একটা রিভিউ শামীম ভাই।
ধন্যবাদ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » বহুদিন য়াবৎ নপিক্স চালিয়ে বেশ মজা পাচ্ছি
দারুন একটা রিভিউ শামীম ভাই।
ধন্যবাদ।
ডাউনলোড শেষ হল, ভিবক্সে লাইভ চালালাম। অনেক wattOS আর Nimblex এর মত। তাই না শামীম ভাই?
ডাউনলোড শেষ হল, ভিবক্সে লাইভ চালালাম। অনেক wattOS আর Nimblex এর মত। তাই না শামীম ভাই?
এই দুটা সম্পর্কে কিছুই জানিনা -- তাই মন্তব্য করতে পারছি না।
শামীম ভাই ডালো শেষ হইলো। USB থেকে লাইভ চালানোর উপায় যদি একটি বলতেন তাহলে ট্রাই দিতে পারতাম। (উইন ৭ থেকে কিভাবে USB লাইভ করা যায়?)
শামীম ভাই ডালো শেষ হইলো। USB থেকে লাইভ চালানোর উপায় যদি একটি বলতেন তাহলে ট্রাই দিতে পারতাম। (উইন ৭ থেকে কিভাবে USB লাইভ করা যায়?)
লাইভ সিডি বা ইউ.এস.বি: ইনস্টল ছাড়াই অপারেটিং সিস্টেম চালিয়ে দেখা
এই টপিকে লিখেছিলাম।
খানিকটা ওরকমই।
নিম্বলেক্স স্ল্যাকওয়্যারের উপরে তৈরী। ২০০ মেবা, লিব্রে অফিস আছে। কেডিই।
ওয়াটওএস উবুন্টুর উপরে তৈরী কিন্তু লিব্রে অফিস নাই। LXDE।
নপিক্স উবন্টু বা স্ল্যাকওয়্যার নয়, ডেবিয়ানের উপরে তৈরী। লিব্রে অফিস আছে। LXDE। আর কম্পিজ এনাবল করা।
ইদানিং আরও দুইটা হালকা ডিস্ট্রো লাইভ চালিয়ে দেখলাম। কোনোরকম একটা করে রিভিউও লিখলাম।
Austrumi: আরেকটি কাজের হালকা ডিস্ট্রো
SliTaz: ৩১.৫ মেগাবাইটের অপারেটিং সিস্টেম
ইদানিং আরও দুইটা হালকা ডিস্ট্রো লাইভ চালিয়ে দেখলাম। কোনোরকম একটা করে রিভিউও লিখলাম।
Austrumi: আরেকটি কাজের হালকা ডিস্ট্রো
SliTaz: ৩১.৫ মেগাবাইটের অপারেটিং সিস্টেম
অনেক ধন্যবাদ তথ্যগুলো জানানোর জন্য
। Slitaz টা চালিয়েছি। Austrumi টা দেখিনি, ২-১ দিনের মাঝেই দেখি ডাউনলোড করব।
স্যার লিনাক্স এ অ্যারো খুব মিস করি। কাজের ফাকে ডেক্সটপ এক পলক দেখে নেওয়ার জন্য অ্যারো খুব কাজের। লিনাক্স এ আপাতত টাস্কবার প্রিভিউ এনাবল করতে পেরেছি। অ্যারো টাইপ কিছু আছে যাতে মাউসওভার করলে ডেক্সটপ শো করবে?
ও হ্যা, রিভিউ জট্টিল। সারিম ভাইয়ের আরেকটা সাইট এ "শামীম ভাই বহুদিন যাবৎ নপিক্স চালিয়ে মজা পাচ্ছেন" পড়লাম, হাস্যকর
স্যার লিনাক্স এ অ্যারো খুব মিস করি। কাজের ফাকে ডেক্সটপ এক পলক দেখে নেওয়ার জন্য অ্যারো খুব কাজের। লিনাক্স এ আপাতত টাস্কবার প্রিভিউ এনাবল করতে পেরেছি। অ্যারো টাইপ কিছু আছে যাতে মাউসওভার করলে ডেক্সটপ শো করবে?
ও হ্যা, রিভিউ জট্টিল। সারিম ভাইয়ের আরেকটা সাইট এ "শামীম ভাই বহুদিন যাবৎ নপিক্স চালিয়ে মজা পাচ্ছেন" পড়লাম, হাস্যকর
উইন্ডোজ সেভেন নাই, কাজেই অ্যারো অপরিচিত। তবে শোনা কথার উপর ভিত্তি করে gloobus preview -- এর মত একই রকম মনে হয়। জরিন ওএস এ এমন কিছু একটা দেখেছিলাম মনে হয়।
রিভিউটা অচেনা কেউ ভাই বিভিন্ন সাইটে ছড়িয়ে দিয়েছেন বলে জানি।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » বহুদিন য়াবৎ নপিক্স চালিয়ে বেশ মজা পাচ্ছি
০.০৫৩৫০৮০৪৩২৮৯১৮৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৬৬৬৯০৯০০০১৭৪ টি কোয়েরী চলেছে