Re: উইন্ডোজ ৮ ডেভলপমেন্ট: কপি, পেস্ট, মুভ, ডিলিট
রিবন জিনিসটা আমার কাছে ভালই লাগে। ক্যান ভাল লাগে সেটার বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাচ্ছি না।
@অনুপঃ মার্জ বা রিনেম জিনিসটা থাকবে কিভাবে ঠিক বুঝি নাই। মার্জ থাকাটা সম্ভব না, আপডেটেড যেটা সেটা নিজেই সিলেক্ট করবেন, সেটা কোন সিস্টেমই নিজে থেকে করার ঝুঁকি নিবে না। আর একই ফাইলের একাধিক কপি একসাথে থাকার অপশন থাকছে।