Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
দীর্ঘদিন টোফেন খেলে এ্যলারজি বাড়ে।
কবিরাজি চেষ্টা করে দেখতে পারেন।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
সরি দেরিতে উত্তর দেওয়ার জন্য। নাকিব ভাইও আসলে উত্তর দিয়ে দিয়েছেন।আর Alcet খুব ভালো ওষুধ,3rd জেনারেশন এন্টি-হিসটামিন।
ইমরান তুষার ভাই,এখন আপনার অবস্থা কি?আর সর্দির সাথে কি কফ,মাথা-ব্যাথা,চোখে ঘোলা দেখা,অবস্বাদ এইগুলো কি আছে?
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
ভিটামিন সি নেবার চেষ্টা করুন বেশি বেশি।
আমলকি খান প্রতিদিন ২ টা সবসময়।
ঠান্ডা লাগলে প্রতিদিন ১০ টা করে।
সর্দি বলতে কি বুঝিয়েছেন? নাক দিয়ে শুধু পানি পড়া? নাকি গলা বসে যাওয়া, কাশি ইত্যাদি উপসর্গ সহ?
সাধারণ ঠান্ডা বেশিদিন থাকলে এমোক্সিসিলিন দিত আগে। তারপর এজিথ্রমাইসিন। ইদানিং দিচ্ছে এমোক্সিসিলিন+ক্লাভুলেনিক এসিড। এই এন্টিবায়োটিক গুলো ৮ ঘন্টা পর পর খেতে হয় ৭ দিন। উইকিতে গেলে আরো নিয়ম কানুন পাবেন। এগুলো ওয়াইডব্যান্ড এন্টিবায়োটিক। তাই সারা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয়। তবে ৭২ ঘন্টার মাঝে যদি কোনরকম পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এন্টিবায়োটিক কাজ করছে না।
তবে আমি বলব জটিল কোন রোগ না হলে, ছোট খাট রোগে বাংলাদেশি চিকিৎসক বেশ রিলায়েবল।
কিছুদিন আগে আমার ঠান্ডা লাগল। তারপর ঠান্ডা সেরে গেল। সারাদিন চা আর আমলকি খেয়ে ঠান্ডা ঠিক করে ফেললাম। তার ২ সপ্তাহ পরেই আবার ঠান্ডা লাগল। এবারও একই কাজ করছিলাম। কিন্তু নিয়মিত করতে পারিনি। তাই যেটা হল, বুকে কফ জমে গেল। তারপর গেলাম ডিএমসির এক ডাক্তারের কাছে (মেডিসিন বিভাগের অধ্যপক)। সে কিছু ওষুধ দিল। আমি খাওয়ায় সব ঠিক হয়ে গেল।
২৭ ০৭-০৯-২০১১ ০৭:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন অলোক (০৭-০৯-২০১১ ০৭:৩৯)
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
ইমরান ভাই আমার একই সমস্যা ছিল । বলতে পারেন ২৪/৭, এবঙ শীত,গ্রীষ্ম,বর্ষা,শরত,হেমন্ত ো বসন্ত সব সময় ।এর পর আমি ডাক্তার বিদ্যুত চন্দ্র গুপ্ত কে দেখাই উনি আমাকে ০৩ মাসে জন্য ইউনিকনটিন, ডেলেটর, কিটোমার, এবঙ বেক্সটাম গোল্ড সেবন করার পরার্মশ দেন ।আলহামদুিল্লা গত ৪ বছর যাবত ভালো ছিলাম ।
বাঙলা বানানের জন্য মাফ করবেন । যুক্ত বর্ন গুলো আমার সমস্যা হচ্ছে ।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
আরেকটি প্রশ্নঃ Menthol এর ভাপ নেয়ার ব্যাপারে জানতে চাই। আমি ২ বার নিয়েছিলাম। নাক পুরা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু পানি পড়া বন্ধ হয় নি।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
ভাই এই সমস্যা আমারও আর তবে তা মাসে ২ বা ৩ বার হয়,টোফেন খুই বিরক্তিকর ঔষুধ।সারা দিন যদি ঘুমাই তাহলে কাজ করব কখন?ক্লাসে গিয়েছিলাম টোফেন খেয়ে,স্যারের কথা কিছই বুজতে পারছিলাম না।প্রচন্ড ঘুম পাচ্ছিলএটা খাবার পর মনে হয়েছে কাজে কর্মে মনোযোগ। অনেক কমে যায়।
একটা প্রস্ন সর্দির ওষুধে নেসার উপাদান মেশানো প্রয়োজন নাকি ঔষুধ কম্পানির প্রবনতা।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
অনেক পুরানো পোষ্ট...
প্যারিস বাবু, কবর খুড়ে তুলেছেন, যাই হোক ...
অনেকেই বিশেষেত বাচ্ছারা সর্দি, কাশি, হাচিতে খুব ভোগেন।
বার বার ভোগেন, একটু চেঞ্জেই ভোগেন, শধু সর্দি, কাশি, হাচিতে কেন,
এরম অনেক সমস্যা আছে যারা বার বার ভোগেন। কিন্তু এই ভোগান্তি থেকে সুরাহা পান না।
কেবল ভুগেই যান।যাই হোক আমি এখন একটু এল্যোপ্যাথির বদনাম করবো, ঠিক বদনাম নয়,
এটা এই প্যাথির ড্র-ব্যাক।
যাদের ইম্যুনিটি বা অনাক্রমতা, বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের বার বার এই সমস্যা হয়।
দেখবেন ওষধের ক্রিয়া যতক্ষন থাকে ততক্ষন ভালো থাকেন, ক্রিয়া কাল শেষ হলেই, সেই থোড় বড়ি খাড়া...
আবার এমনও দেখবেন, আপনি এন্টিবায়োটিক খাওয়ার পর আপনি প্রচন্ড দূর্বল হয়ে পড়েছেন...
এই দূর্বলতার কথা সবাই জানেন, কিন্তু কেন?
এল্যোপ্যাথি ওষধ আপনার ইম্যুনিটি বা অনাক্রমতাকে কখোনোই বাড়াতে পারেনা,
কিন্তু আপনি যদি ইম্যুনিটি কোনো প্রকারে বাড়ে বা এমন কোনো চিকিৎসা প্রনালীতে, সেটাকে বাড়াতে পারেন,
তাহলে আপনি সমস্যা গুলি থেকে অনেকটাই/ বা পুরোটাই মুক্তি পেতে পারেন।