টপিকঃ উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য লেটেস্ট ডিভাইস ড্রাইভার খোঁজার সহজতম উপায়
আমার আজকের এই পোষ্ট তাদের জন্য, যারা ড্রাইভার সফটওয়্যারের ডিস্ক হারিয়ে ফেলেছেন/লেটেস্ট ড্রাইভার চাচ্ছেন, তাদের জন্য ।
যা যা লাগবে :
*ইন্টারনেট কানেকশান (লেটেস্ট ড্রাইভার খোঁজা এবং ডাউনলোড করার জন্য)
* 3DPChip নামক ফ্রি সফটওয়্যার ।
(এটি এমন একধরনের সফটওয়্যার,যা আপনার পিসিতে সংযুক্ত হার্ডওয়্যার সমূহকে অটো ডিটেক্ট করে । আপনি ডিভাইসের লিস্ট থেকে যে ডিভাইসের নামে ক্লিক করবেন,সেই ড্রাইভার ডাউনলোড করার জন্য নির্দিস্ট ওয়েবপেজে আপনাকে নিয়ে যাবে সফটওয়্যারটি। সেখান থেকে খুব সহজে আপনার কাঙ্খিত ড্রাইভার সফটওয়্যার টি ডাউনলোড করতে পারবেন)
3DPChip ফ্রি সফটওয়্যারটির ডাউনলোড লিংক
সফটওয়্যারটি ব্যাবহার করার পদ্ধতি :
• প্রথমে ইন্টারনেটে কানেক্ট হয়ে নিন
• সফটওয়্যারটি ডাউনলোড করার পর, সফটওয়্যারটিতে ডাবলক্লিক করে চালু করুন ।
• সফটওয়্যারটি চালু হলে পিসিতে সংযুক্ত হার্ডওয়্যার সমূহের তালিকা দেখাবে ।
• তালিকা থেকে,যে হার্ডওয়্যারের ড্রাইভার ডাউনলোড করতে চাচ্ছেন সেই ড্রাইভারের নাম টিতে ক্লিক করুন ।
• স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েব ব্রাউজারে একটি নতুন ওয়েবপেজ খুলে যাবে ।
• ওয়েবপেজের উপরেরদিকে আপনার ড্রাউভারটির নাম দেখতে পাবেন
• সেই নামের উপর মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করলে,আপনার কাঙ্খিত ড্রাইভারটির ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
স্ক্রীনশট দেখতে এখানে ক্লিক করুন