টপিকঃ চিন পরিচয়
আস্-সালামুআলাইকুম,
আঁই আন্নেগো চেরাগ আলী । আন্নেরা বালা আছেন নি? আঁই মোডামুডি। আঁই লন্ডন থাকি, আন্নেরা কন্ডে থাকেন?
আইচ্ছা, বালা কতা, উফেরর দিকে তাকান, "ওয়াচ্ লাইভ ক্রিকেট...." ওইখানে কোয়াল পাখির আন্ডার মত আষ্ট-টা (৮ টা) গোল গোল আন্ডা দেইখলাম। একটা আন্ডার মইদ্দেও বাংলাদেশের ফ্ল্যাগ এর আলামত দেইখলমা না।
কত সোন্দর ওয়েবসাইট বানাইলেন, বাংলায় ই-মেইল কইরবার ব্যাবস্থা করি দিলেন (মাশাল্লাহ্, আন্নেরগোরে ধইন্যবাদ), কিন্তুক, বাংলাদেশের একখান ফতাকা দিতে ভুলি গেলেন?
আইচ্ছা ঠিক আছে, আরেকদিন আবার লেখুম ইনশা-আল্লাহ্। সবাই ভালো থাকিয়েন, আল্লাহ্ হাফেজ।
আন্নেগো অতি আদরের
চেরাগ আলী।