Re: প্রোগ্রামারদের আড্ডা!
কোন কোন প্রশ্নের উত্তর দিবো বুঝতেছিনা
ভ্যারিয়েবলের নামে student_name অর্থাৎ আন্ডারস্কোর এবং ছোট হাতের অক্ষর দেওয়ার পক্ষপাতি আমি।
যদিও student_name , student_roll, student_class etc........ ব্যবহার না করে একাধিক স্টুডেন্ট থাকলে ক্লাস বা associative array ব্যবহার করা ভালো।
এখানে একটি কাজ করা যেতে পারে। উপরে যাদের নাম উল্লেখ করেছি তারা যদি কে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেন এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন তা আমাদের জানান তাহলে বেশ সুবিধা হয়।
php,java,python,basic,c++,c#,fortran ইত্যাদি। প্রথম দুইটা মোটামোটি পারি,পরের গুলা ঠিকমত পারিনা
ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট? মানে ক্যারিয়ার গড়ার জন্য বর্তমানে কোন দিকে ঝোঁকা উচিত।
বর্তমানে ফ্রিল্যাংন্সিং জগতে php এর চাহিদাই সবচেয়ে বেশি।
সফটওয়্যার ডেভেলপমেন্ট নাকি ওয়েব ডেভেলপমেন্ট? এবং কেন?
ওয়েব , কারন বর্তমান যুগ ক্লাউডের যুগ, সবকিছুই ওয়েবঅ্যাপ হয়ে যাচ্ছে এবং যাবে আস্তে আস্তে, এই প্রেক্ষাপটে ডেক্সটপে পরে থাকার কোন মানে হয় না। তবে বর্তমানে আধুনিক প্লাটফর্ম, webkit / যেমন টাইটেনিয়াম ইত্যাদি প্লাটফর্ম ওয়েব এবং ডেক্সটপের দুরত্ব কমিয়ে দিচ্ছে।
মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে কার কী মতামত।
বর্তমানে অ্যানড্রয়েডের খুবই হুজুগ চলতেছে দেখতেছি। স্মার্টফোনের জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, তাই আমার মনে পুরাতন সিম্ব্রিয়ান বা জে২মি প্লাটফর্ম নিয়ে মাথা না ঘামিয়ে অ্যানড্রয়েড/iPhone ইত্যাদি স্মার্টফোনের প্লাটফর্মের দিকে ঝুকা উচিত।
তা যাই হোক, এই মুহুর্তে আমার কোন পথে হাঁটা উচিত?
সি/সি++ এ বেসিক তৈরী করা ভালো হবে আমার মতে, পরবর্তিতে java এবং php শিখার সময় কাজে দিবে।
পাইথন একটা আকর্ষনিয় ল্যাংগুয়েজ, যদিও c/c++/java/php এর {} এবং ; এর মায়া থেকে বেরিয়ে আসাটাই বরং চ্যালেন্জ/ঝামেলা মনে হয় আমার কাছে। পাইথনে বিভিন্ন আকর্ষনিয় র্যাপার আছে, যেগুলার মাধ্যমে পাইথনের সহজ এনভাইরোমেন্ট থেকেই অনেককিছু কথা সম্ভব।
পাইথন ওয়েবের ক্ষেত্রে, MVC ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারনা না থাকলে আগামাথা কিছুই বুঝা যায় না। CI একটু আকটু শিখার পড়ে এখন পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্কগুলা একটু আকটু মাথায় ঢুকে। django খুব বিখ্যাত হলেও আমার কেন জানি tornado খুব আকর্ষনিয় মনে হয়।
এলোমেলো কিছু কথাবার্তা লিখলাম,আমার আবার এ বিষয়ে প্রাতিস্ঠানিক শিক্ষা নাই, স্বশিক্ষা'র মধ্যে অনেকভুলটুল থাকতে পারে।