টপিকঃ প্রোগ্রামারদের আড্ডা!

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন তারেক হাসান (২৬-০৮-২০১১ ০৫:১৬)

Re: প্রোগ্রামারদের আড্ডা!

আমারতো মনে হয় ডেস্কটপ সফটওয়ার এর চেয়ে ওয়েব বেসড কাজের এখন চাহিদা বেশী। সবকিছুই এখন ওয়েব নির্ভর, কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশনের যে চাহিদা নেই সেইটা ভাবার কোন কারণ নাই। ওয়েব বেসড কাজের যে প্রচুর চাহিদা, সেটা ফ্রিল্যান্সিং সাইট গুলাতে ঘুরলেই বোঝা যায়। আর যেহেতু এখনকার সবকিছুই PHP বেসড, সুতরাং ভাল PHP জানলে ফ্রীল্যান্সিং করতেও সুবিধা, জব পাওয়াও সুবিধা। বর্তমান সময়ের ট্রেন্ড মনে হয় এটাই।

এখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপমেন্টও বেশ আকর্ষণীয়। iPhone আসার পর একটা বিপ্লব এসে গেছে স্মার্টফোনের জগতে। অ্যান্ড্রয়েড আসার পর সেইটা আরো আম‌‌‌‌‌‌‌-জনতার কাছে আসতে পেরেছে। এখন অনেক দেশী কোম্পানীই এইসব প্লাটফরমের জন্য গেম/অ্যাপ ডেভেলপ করছে। কোন অ্যাপ্লিকেশন যদি ক্লিক করে, তাহলে তো কেল্লাফতে  big_smile

আমি বর্তমানে অ্যান্ড্রয়েড নিয়ে গুতাগুতি করছি। বেশ ভাল জিনিস wink , iPhone এর জন্যে অ্যাপ্লিকেশন বানাতে হলে ম্যাক থাকতে হবে, যেইটা নাই আমার। ম্যাক কেনার ইচ্ছাও নাই। এখনো কোন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারলাম না, মনে বিশাল দুঃখ  roll QT দিয়ে বানানোর ইচ্ছা, যাতে ক্রস প্লাটফরম অ্যাপ্লিকেশন বানানো যায়। C++ দিয়ে QT অ্যাপ্লিকেশন বানানোর জন্যে বই ও প্রিন্ট করে ফেলেছিলাম, দুঃখের বিষয় ঐ মোটা বই পড়ার সময় পাইনি। C++ দিয়ে নাকি অনেক ঝামেলা, তাই  পরে  PyQT নিয়ে শুরু করলাম। এখানেও বেশীদিন ঘাটাঘাটি করা হয়নি।  ইদানিং সবকিছুর ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে এইটার ও ভিডিও টিউটোরিয়াল কে মিস করছি, নাই মনে হয় sad । ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানালে ক্রস প্লাটফরম বানাবো, .NET নিয়ে কাজ করতে হলে উইন্ডোজে যেতে হবে, এইটার আর হবে না  wink

নাসিম ভাইয়ের কাছে কিছু গাইডলাইন আশা করছি ডেস্কটপ GUI অ্যাপ্লিকশেন বানানোর জন্যে  smile

Re: প্রোগ্রামারদের আড্ডা!

ঐ প্রশ্নগুলা সম্পর্কে আমিও জানতে চাই। waiting

Re: প্রোগ্রামারদের আড্ডা!

আমিও ভিবি শিখতেছি। ফ্রেমওয়ার্ক আর আইডিই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করলে ভাল হত।

সর্বশেষ সম্পাদনা করেছেন অনিরুদ্ধ (২৬-০৮-২০১১ ০৬:৫৩)

Re: প্রোগ্রামারদের আড্ডা!

অনিরুদ্ধ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রোগ্রামারদের আড্ডা!

ভিবি কেন শিখব না সেই ব্যাখ্যা দিলে ভাল হয়। ভিবি শেখা ঠিক না অনেকেই বলে। কিন্তু কেন তা ঠিক পয়েন্ট করে কেউ দেখায় না। আর এই খানে যেহেতু প্রোগ্রামারদের আড্ডা হবে। তাই ব্যাখ্যা করে যান। নো টেনশন! thumbs_up

Re: প্রোগ্রামারদের আড্ডা!

আমার মনে হয় এখন ওয়েব অ্যাপলিকেশনের যুগ। ডেস্কটপের সফটয়্যারের চাহিদা ফুরিয়ে গেছে। বর্তমানে আমি যত সফটয়্যার তৈরী করছি  কার সবই ওয়েববেসড।
অনেকে অনলাইন আর ওয়েব কে গুলিয়ে ফেলে। অনলাইন হচ্ছে ঐ সব সফটয়্যার যা চালাতে ইন্টারনেট কানেক্টিভিটির সাথে সাথে অন্যান্য অনেক সফটয়্যার লাগে, যেমন- ডেস্কটপ ইনস্টলার। আর ওয়েব বেসড সফটয়্যার চালাতে ওয়েব ব্রাউজার ছাড়া আর কিছুর দরকার নেই।
ওয়েবের জন্য জাভা এন্টারপ্রাইজ এডিশনকে বেস্ট মনে করলেও আমার মনে হয় পিএইচপিই ওয়েবের জন্য সেরা। আর ডেস্কটপের জন্য আমি ব্যক্তিগতভাবে জাভাকেই সেরা মনে করি। সি# বা ভিবি.নেট ব্যবহার করা উচিরৎ হবে না বলেই মনে হয়। কারন এতে করে মাইক্রোসফটের গন্ডিতে আটকে থাকতে হয়। আর এদের ডেভেলপমেন্ট টুলও অনেক দামি, যা কেনা কষ্টসাধ্য আর পাইরেসিও করতে ইচ্ছা হয় না বা করা উচিৎও নয়।
মোবাইল এপ্লিকেশনের জন্য অবজেক্টিভ সি বা জাভা মাইক্রো এডিশনই ভাল হবে। যদিও জাভা এমই সম্পর্কে ধারনা শূন্যের কোঠায় তবুও যতটুকু জানি মোবাইলের ওএস লেখার জন্য এমই হচ্ছে বেস্ট সল্যুশন।

Re: প্রোগ্রামারদের আড্ডা!

বহুদিন পর সি++ নিয়ে পড়াশোনা করলাম লাস্ট সেমিস্টার ব্রেকে।সত্যি বলতে মজা পেয়েছি।
ক্রস প্লাটফর্ম কম্প্যাটিবিলিটির জন্য qt নিয়ে কিছুদিন নাড়াচাড়া করেছি।কাজের কাজ কিছুই হলনা এখনো  hairpull hairpull
চারদিকে PHP এর জয় জয়কার।সেটাও শেখা হলনা  crying
ইউনির একজন ল্যাব ইন্সট্রাক্টর আবার পরামর্শ দিচ্ছেন ডট নেট নিয়ে কাজ করার জন্য  angry
জাভা নিয়ে সেই ৩বছর আগে একবার কোর্স করেছিলাম।কিসসু মনে নাই!
পাইথন তো চোখেও দেখলাম না  ghusi
কত কিছু যে শেখার বাকি রয়ে গেলো  hairpull crying dontsee কিছুই তো শিখলাম না .....

Re: প্রোগ্রামারদের আড্ডা!

C  শিখছি এখনও  roll

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন প্রিন্স১১ (২৬-০৮-২০১১ ১১:০৩)

Re: প্রোগ্রামারদের আড্ডা!

তাহলে কি সি++ বা পিএইচপি   শিখা বেশী ভালো হবে.....?

১১

Re: প্রোগ্রামারদের আড্ডা!

আধঘন্টা ধরে একটা রচনা লিখলাম। কিসে যেন চাপ পড়ল আর পেজ রিফ্রেশ হয়ে সব উধাও। মেজাজটা কেমন লাগে? বারে বারে ভুলে যাই বড় লেখা ব্রাউজারে লেখাটা ঠিক না।  angry

১২

Re: প্রোগ্রামারদের আড্ডা!

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: প্রোগ্রামারদের আড্ডা!

অনেক ধরে পরে ঢুকে এই টপিক পেয়ে আনন্দিত।অয়ন ভাইকে ধন্যবাদ।টপিকটা অনুসরণ করছি।

১৪

Re: প্রোগ্রামারদের আড্ডা!

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: প্রোগ্রামারদের আড্ডা!

আমি প্রোগ্রামার লিস্টে নাই। ইদানীং নিজেকে এন্ড ইউজার আর বেটা টেস্টার ভাবতেই বেশী স্বচ্ছন্দ্যবোধ করি।  whats_the_matter

১৬

Re: প্রোগ্রামারদের আড্ডা!

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: প্রোগ্রামারদের আড্ডা!

আমার একটা পরামর্শ দরকার, পিএইচপি শিখতে গেলে কি কি প্রিলিমিনারি জিনিষ জানতে হয় (এইচটিএমএল বা অন্য কিছু সম্পর্কে ধারণা লাগে কি?) এবং শেখাটা শুরু করব কি ভাবে? এর জন্য কি আলাদা করে উপযুক্ত সম্মানী দিয়ে কোথাও থেকে প্রশিক্ষণ নিতে হবে, নাকি অনলাইনে শেখা যাবে? কোনটা করা উচিত?

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৮

Re: প্রোগ্রামারদের আড্ডা!

এখানে একটি কাজ করা যেতে পারে। উপরে যাদের নাম উল্লেখ করেছি তারা যদি কে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেন এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন তা আমাদের জানান তাহলে আমাদের বেশ সুবিধা হয়। hug

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: প্রোগ্রামারদের আড্ডা!

২০

Re: প্রোগ্রামারদের আড্ডা!