১ ২৫-০৮-২০১১ ১৩:২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৫-০৮-২০১১ ১৩:৩৭)
Re: স্টীভ জবস আর নেই...
ভাবছিলাম উনি এই দুনিয়াতে আর নেই
Re: স্টীভ জবস আর নেই...
টাইটেল দেখে ভাবলাম পুরানো প্যানক্রিয়াটিক ক্যান্সার আবারো ...
Re: স্টীভ জবস আর নেই...
আমি অবশ্য বুঝেছি উনি সিইও পদে আর নাই। কারণ আমি আগেই নিউজ পড়েছি।
Re: স্টীভ জবস আর নেই...
টাইটেল দেখে ভাবলাম উনি বুঝি এই ইহজগতে আর নাই! শেষ পর্যন্ত বোঝা গেল সহিসালামতেই আছেন তাইলে।
Re: স্টীভ জবস আর নেই...
Re: স্টীভ জবস আর নেই...
জিব্হা বাইর করে লাভ নাই বড় মামা আগেই খবর দিয়ে দিসে
Re: স্টীভ জবস আর নেই...
আগেই জানছি অবশ্য। তবে টাইটেল টা মনে হয় উনি ইচ্ছা কইরাই দিছে!
যাইহোক...শুইনা কষ্ট পাইছি। স্টিভ জবসরে বড়ই ভাল পাইতাম।
১০ ২৫-০৮-২০১১ ১৭:৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন কলম কবির (২৫-০৮-২০১১ ১৭:৫১)
Re: স্টীভ জবস আর নেই...
মানুষটা খুবই স্মার্ট, রিজাইন লেটারটাও লিখল সেভাবেই
অফটপিকঃ আজ স্টীভ জবসের সেই "ক্ষুধার্ত থেক, বোকা থেক" কথাটা অক্ষরে অক্ষরে পালন করলাম ।
ক্ষুধায় বিকাল পাঁচটায় ঘুম ভেঙে গেল, উঠে প্রজন্মে ঢুকলাম। এই টপিকের শিরোনাম দেখে একটু দুঃখ পেলাম - আহারে লোকটা বড় ভাল ছিল । আর ভিতরে ঢুকেই বোকা হয়ে গেলাম
@ব্রাসু ভাই, শিরোনামটা বদলে দিলে ভাল হত ।
Re: স্টীভ জবস আর নেই...
ব্রাসু ভাইয়ের শিরোনাম যদি এমন হয়- আমাদের মতো হাসুদের কি হবে?
Re: স্টীভ জবস আর নেই...
আমি তো মনে করলাম গেছে এইবার
Re: স্টীভ জবস আর নেই...
Re: স্টীভ জবস আর নেই...
শিরোনামটা দেখে আসলৈই চমকে গিয়েছিলাম।
১৭ ২৫-০৮-২০১১ ২২:১১ সর্বশেষ সম্পাদনা করেছেন concept (২৬-০৮-২০১১ ০৪:৫৮)
Re: স্টীভ জবস আর নেই...
তিনি সম্ভবত সিইও পদ ছেড়ে চেয়ারম্যান হচ্ছেন।
সকালেই খবরটা দেখছি,তখন ভাবছিলাম তিনি মনে হয় এপল ছেড়ে দিছেন, পরে দেখি না, তিনি এপলেই আছেন।
বরং এক অর্থে তার প্রমোশন হচ্ছে!!!!
তাই আমার মনে হয়,খারাপ অবস্থায় থাকলেও, আমাদের কারোরই হতাশ হওয়া উচিত না।

Re: স্টীভ জবস আর নেই...
ঘুম থেকে উঠে টিভিতে খবরটা শুনলাম। ব্যাটার আরও আগে অবসর নেয়ার দরকার ছিল। সারা জীবন কাজ... এখন রোগশোকে জর্জরিত... ফূর্তী করার সময়টাইতো পাইলনা।
Re: স্টীভ জবস আর নেই...
আমি তার আত্মার শান্তি কামনা করছি