২১

Re: শেষমেষ যখন দেখবেন ......................... ভয় পাবেন!!!

সারিম লিখেছেন:

দেখলাম। ভয় পাওয়ার তো কিছু নাই।

আমিও তাই বলি। ছবিগুলো বেশীরভাগই ফটোশপের কাজ বলে মনে হচ্ছে।

if ($কম্পিউটার != "উইন্ডোজ" && $লিনাক্স != "উবুন্টু" && $ইন্টারনেট != "ফেসবুক") {print 'I am a real user !';}

নিউরোন তরঙ্গের লগবই

কলম কবির'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২২ সর্বশেষ সম্পাদনা করেছেন sumonrn (১৮-০৮-২০১১ ২১:২৯)

Re: শেষমেষ যখন দেখবেন ......................... ভয় পাবেন!!!

ভাইয়েরা, লিংক দিবেন তো ভালো মতো লিংক দিবেন। এইচ টি এম এল লিংক দিবেন। যেন সহজেই ক্লিকান যায়।
এই ভাবে। বুঝেন নাই? এখানে দেখেন

অতি ভক্তি চোরের লক্ষন। হঠাৎকরে, একজন বা একগ্রুপ আপনাকে সম্মান করতে শুরু করলে বুঝতে হবে তাদের কোন উদ্দেশ্য আছে। হয় তারা নিজেরা লাভবান হতে চায় নাহয় আপনার ক্ষতি করতে চায়। ভেবে দেখুন তারা কি চায়। আপনাকে দাওয়াত করে নিয়ে যেয়ে গুম করেও ফেলতে পারে। মানুষ কিন্তু আর মানুষ নাই। সাবধান। আগে ভাগে জানতে পারাটাই সবচেয়ে বড় সিকিউরিটি।