টপিকঃ দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
বেশীরভাগ এন্ড্রয়েড ইউজারদের একটা বড় অভিযোগ, বাংলা দেখতে না পাওয়া। আমি ফোনের (Samsung Galaxy Ace) সাথেই বাংলা সাপোর্ট পেয়েছিলাম, সবাই কমবেশী জেনে গেছেন। আজকে একটা ফন্ট খুঁজে পেলাম আমার ফোনের ফন্ট ফোল্ডারে। সন্দেহবশত ফন্টটি পিসিতে ওপেন করে দেখলাম এটা দিয়ে বাংলা দেখা যায়, এবং দেখতে আমার ফোনে যে ফন্টে বাংলা দেখায় তার মতই। নীচের স্ক্রীণশটটি ঐ ফন্ট ব্যাবহার করে MS Word এ বিভিন্ন সাইজে লেখা।
এবং আমার মোবাইলে বাংলার স্ক্রীণশটঃ
ফন্ট ডিটেইলঃ DroidIndia
যেটুকু ধারনা করছি, এই ফন্টে বেশীরভাগ ইন্ডিক সাপোর্ট দেয়া হয়েছে এবং সেখানে বাংলাও রয়েছে।
ফন্টটি শেয়ার করলাম, যাদের বাংলা দেখতে সমস্যা হচ্ছে তারা এই ফন্টটি তাদের ফন্ট ফোল্ডারে কপি করে দেখতে পারেন। এটি ফলব্যাক ফন্ট নয়, বা কোন ফন্টের রিপ্লেসমেন্ট নয় (যদি আপনার আগে থেকেই সিস্টেমে DroidIndia ফন্টটি থেকে থাকে তাহলে ভিন্ন ব্যাপার, আমি তারেক ভাইয়ের মোবাইলে পাই নি)। কাজেই সমস্যা হওয়ার কথা নয়।
বিশেষ দ্রষ্টব্যঃ আমার ফোনের ফার্মওয়্যার বিল্ড ভার্সন ২.৩.৩। এবং আমি নিশ্চয়তা দিতে পারছি না এটাতে আসলেই কাজ হবে কিনা। কাজেই প্রয়োজনীয় ব্যাকআপ করে রাখার জন্য অনুরোধ করা গেল।