টপিকঃ উইন্ডোজ ৭ ল্যান কানেকশন
উইন্ডোজ ৭-এ ল্যান কানেক্ট করে কিভাবে? আগে একটা ল্যান কানেকশন ছিল, যেটা বাংলা লায়ন ইনডোর ইউনিট দিয়েই চলত। একটু সমস্যা করায় আমি ডিলিট করে দিয়েছি কানেকশনটা। এখন আর নতুন কানেকশন বানানোর কিছু পাচ্ছি না।
Control Panel > Network and Internet > Connect to Internet এ গেলে ওয়্যারলেস, ব্রডব্যান্ড দেখায় কিন্তু ল্যান কানেকশন বানাতে দেয় না। কী উপায়? ল্যাপটপটা আমার না। তাই জলদি জানা দরকার।