Re: এখন যা শুনছি
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » এখন যা শুনছি
আমার সাউন্ড বক্স নষ্ট ।:-x
কোন গান শুনতে পারছি না
এম পি থ্রি টা এক ভাইয়া নিয়ে গিয়েছে।:-x
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে .... আর্টসেল
bassbaba'র "এখন আমি" শুনতেছি।
পুরা এলবাম এর মিউজিক ই জোশ হইছে...
তবে বেশি ভালো লাগে "গাইব না", "তীর্যক" এবং অবশ্যই "স্বপ্নগুলো তোমার মতো"।
সবাই কি সবসময় শুধু গান শোনে?:-/
এই টপিকে আমি যতবার আসি ততবার-ই দেখা যায় আমি কোন গান শুনছি না। আর এজন্য আমি এখানে কিছু লিখতেও পারি না।:(
চামে কিন্তু একখান লিখে ফালাইলাম।:D
আজকাল ছেলেপেলেদের পরিবর্তন হয়েছে।
রিলিজ্ড অ্যালব্যাম না শুনে সবাই আনরিলিজ্ড শুনছে।
যাই হোক, বাংলা গান শুনি না প্রায় একমাস।
হাবিবের নতুন অ্যালবাম-বলছি তোমাকে-এর বলছি তোমাকে (কৌতুহল) শিরোনামের গানটা ।
আমি এখনো সেই গানটাই শুনছি।:D
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » এখন যা শুনছি
০.০৫৭৯৮২৯২১৬০০৩৪২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৯.৯৬৮০২৬৪৪৭৫৮৬ টি কোয়েরী চলেছে