টপিকঃ প্রজন্মের জন্য নতুন পদবীর নাম আহবান
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রজন্মে নতুন র্যাংকিং আনা হচ্ছে। আগে ১৫০০ পোস্ট করার পর প্রজন্ম গুরুই ছিল সর্বোচ্চ র্যাংক। সেসময় এর বেশি পোস্টকারী বেশি ছিল না। তাই র্যাংকিং এর প্রয়োজনও ছিল না। এখন অনেক সদস্যই প্রজন্মগুরুর জন্য প্রয়োজনীয় ১৫০০ পোস্টের অনেক বেশি পোস্ট করেছেন। সময় গেলে এই পোস্ট সংখ্যা আরও বাড়বে। তাই নতুন কিছু র্যাংক তৈরী করা হবে। ১৫০০ পোস্ট পর্যন্ত এখন যেমন আছে তেমনই থাকবে। শুধু এর বেশি পোস্টকারীরা এই নতুন র্যাংক পাবেন। তবে যাদের পোস্ট সংখ্যা কম তাদের হতাশ হবার কোন কারণ নেই। আপনারা পোস্ট করতে করতে সেই সব র্যাংকও পেয়ে যাবেন একটা সময়।
এখন আমাদের কিছু নাম দরকার র্যাংকের জন্য। এই নাম গুলো আপনারাই প্রস্তাব করবেন। তারপর আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন। সুন্দরভাবে সবকিছু নির্বাচন করার লক্ষে নাম প্রস্তাব করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করা হবে। আশা করি আপনারাও সর্বাত্নক সহযোগীতা করবেন নাম নির্বাচনের জন্য।
১) প্রস্তাবিত র্যাংক হতে হবে এক শব্দের।
২) নামটি আমাকে গোপন বার্তায় পাঠাতে হবে।
৩) একজন একটা র্যাংক পাঠাতে পারবেন। তাই সবচেয়ে সেরাটাই প্রস্তাব করুন।
৪) প্রজন্মের কোথাও র্যাংকটা শেয়ার না করাই ভাল হবে। তাতে ফলাফল পক্ষপাতদুষ্ট হবার সমুহ সম্ভাবনা থাকে।
৫) প্রস্তাবিত নাম নিয়ে কোন আলোচনার সুযোগ যাতে না থাকে তাই এই টপিক বন্ধ রাখা হল।
র্যাংক সংগ্রহ করা শেষ হলে কন্ট্রিবিউটর প্যানেল বাছাই করে সেখান থেকে কিছু নামকে সিলেক্ট করবে। এই সিলেক্ট করা নাম গুলোর উপর পোলের মাধ্যমে র্যাংক নির্বাচন করা হবে।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।