টপিকঃ আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন ম্যাকবুক এত সোজা না ........

আমি অনেক দিনের জমানো টাকা দিয়ে ম্যাক বুক প্রো কিনলাম। এখন এটাতে কিভাবে ভিডিও চালাবো বুজতে পারছি না। গম প্লেয়ার ইন্সটল দিছি তার পরও সব ফাইল চলে না।
উইন্ডোজের সাথে তো মেলেই না এমনি লিনাক্স মিন্টের আথেও মেলে না। এখন আমি গান কিভাবে কপি করব!!! কিভাবে এম এস অফিসের বা ডকস ফাইল কিভাবে ওপেন করব কিছুই বুঝতেছি না।
ম্যাকের জন্য ফ্রি কোডেক কোথায় পাব তাও জানিনা।
নিজের মাথার চুল নিজেই ছিড়তে ইচ্ছে করতেছে।

আমাকে টিউটোরিয়াল দেন নাইলে সমস্যার সমাধান দেন। whats_the_matter

ইতি,
বিনয়াবনত,
কম্পিউটার বিসারদ,
ফায়ারফক্স।

সর্বশেষ সম্পাদনা করেছেন অভি আহমেদ (১৩-০৪-২০১১ ০৭:৩১)

Re: আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন ম্যাকবুক এত সোজা না ........

ম্যাক স্টোর থেকে MPlayerX ইন্সটল করে নিন। সব ধরনের ভিডিও ফাইল চলবে। ডকস ফাইল ওপেন করতে হলে ওপেন অফিস অথবা এম এস অফিস অথবা আই ওয়ার্ক ইন্সটল করতে হবে।
গান কপি করতে না পারার কারন বুজলাম না।
উইন্ডোজ/মিন্ট এগুলোর সাথে ম্যাক মেলানোর দরকার কি? ম্যাক এক জিনিস ওগুলো আরেক জিনিস।
আর মাথার চুল আগেই ছেরার দরকার নেই। আগে কিছুদিন ব্যবহার করেন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উইন্ডোজ ইউজ করেছেন ২০ বছর, ম্যাককে অন্তত ২০ দিন সময় দিন।

Re: আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন ম্যাকবুক এত সোজা না ........

মিডিয়া কোডেকের জন্য vlc চালান।
আর ম্যাক আর লিনাক্স তো ইউনিক্স বেসড কিছুটা তো মিল থাকার কথা।

আশিকুর_নূর'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন ম্যাকবুক এত সোজা না ........

apni use korte thaken unless apni library and system and terminal niya apatoto..i mean to say atlest fo next 6 month or so gutaguti koren na,,,,apni chaile o noshto korte parben na...aand learning...apni kon prblem a portesen exact oita bolle help kora easy hobe ..baki chalate chalate shikhe jaben...

Re: আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন ম্যাকবুক এত সোজা না ........

থাকুক তোমার একটু স্মৃতি থাকুক,
একলা থাকার খুব দুপুরে...
একটি ঘুঘু ডাকুক !