টপিকঃ নতুন ফোরামিকরা ছবিসহ টপিক/পোস্ট করতে পারছেন না? টিপস দেখে নিন
ফোরামের নিচের টপিকগুলাতে দেখেছি অনেক নতুন সদস্য ফোরামে এসে ছবি বিষয়ক পোস্ট করতে ঝামেলার সম্মুখীন হয়।আবার বাংলা লিখা নিয়েও ঝামেলা হয়,অনেকে বাংলা লিখতে পারেন না।
মূলত নতুনদের জন্য এই টপিক,তারা সহজে যাতে ফোরামে ছবিসহ টপিক/পোস্ট করতে পারে সেজন্য আমি এই টপিকে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সহজে ছবিসহ পোস্ট করার কিছু নিয়ম নিয়ে স্ক্রিনশর্ট সহ আলোচনা করব,যেগুলা পুরান ফোরামিকরা প্রায় সবাই জানেন।
1. http://forum.projanmo.com/topic28805.html
2. http://forum.projanmo.com/topic28118.html
3. http://forum.projanmo.com/topic26749.html
4. http://forum.projanmo.com/topic26458.html
১ম এ বাংলা লিখা দিয়ে শুরু করা যাক,যারা বাংলায় লিখতে পারেন না তারা নিচের লিঙ্ক থেকে অভ্র সফটওয়ার ফ্রি ডাউনলোড করে নিন
অভ্র ডাউনলোড করুন এইখান থেকে
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন,তারপর আইকন থেকে বাংলা সিলেক্ট করুন ,টাইপ করুন ইংলিশ এ ami দেখুন সেটা বাংলায় আমি হয়ে গেছে,এভাবে ইংলিশ লিখেই বাংলা টাইপ করতে পারবেন
ছবি দেওয়া
নিয়ম ১ : সরাসরি ছবি দেওয়া
আপনি যদি নেটের কোথাও থেকে ছবি সরাসরি ছবি আপনার টপিকে দিতে চান তাহলে নিচের ধাপ অনুসারে কাজ করুন।
১।ছবির উপরে মাউস কি নিয়ে মাউস এর ডান বাটনে ক্লিক করুন এবং সেখান থেকে ছবির URL কপি করুন।
২।এরপর এই চিহ্নতে ক্লিক করলে দেখবেন নিচের মত লিখা এসেছে
৩।তারপর এই লেখার মাঝখানে কপি করা URL লিঙ্কটি পেস্ট করুন,দেখুন নিচের মত এসেছে কিনা
৪।শেষ এবার পোস্ট সাবমিট করুন।
নিয়ম ২:ছবি আপলোড করে দেওয়া
আপনি যদি চান আপনার তোলা ছবি অথবা আপনার সংগ্রহিত কোন ছবি আপলোড করে দিতে তাহলে নিচের ধাপ অনুসারে কাজ করুন।
১।প্রথমে কোন ছবি আপলোড করা যায় এমন কোন সাইটে যান,যেমন- www.imgur.com
২।আপনার কম্পিউটার থেকে ছবি দিতে কম্পিউটার আর ওয়েব থেকে ছবি দিতে ওয়েব ক্লিক করুন
৩।ছবি সিলেক্ট করুন,ছবি সিলেক্ট করা শেষ হলে "Strat Upload" অপশন এ ক্লিক করলে আপলোড শুরু হবে।
৪।আপলোড শেষ হওয়ার পর দেখবেন নিচের মত একটা লিস্ট এসেছে,লিস্ট থেকে আপনার প্রয়জন মত লিঙ্ক ব্যবহার করুন,তবে ফোরামে আপনার ছবি পোস্ট এর জন্য সরাসরি লাল দাগ চিনিত্ত করে দেওয়া জায়গায় আপনি যে লিঙ্কটি পাবেন সেটি সরাসরি কপি করে আপনার টপিকে পেস্ট করুন।
৫।শেষ, টপিক সাবমিট করুন।
আশা করি নতুনদের কাজে লাগবে।ধন্যবাদ।
۞ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ * • ۞
۞ يَلِدْ وَلَمْ يُولَدْ ۞ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ * • ۞