টপিকঃ ইমেইল ডাইজেস্ট
ফোরামে আরও একটি নতুন সুবিধা যুক্ত করা হল। নতুন সুবিধাটি হল ইমেইল ডাইজেস্ট। নতুন এই সুবিধার মাধ্যমে আপনার মেইল বক্সেই পেয়ে যাবেন ফোরামের পোস্টগুলো। প্রতিদিন ভোর ৪-৬ টার মধ্যে মেইলগুলো প্রেরণ করা হবে। ফলে সকাল বেলা ঘুম থেকেই উঠে পাবেন প্রজন্ম ফোরামের মেইল:D। তবে কেউ যদি প্রতিদিন মেইল পেতে বিরক্ত হন তাঁর জন্য রয়েছে সাপ্তাহিক মেইল। অথ্যাৎ সপ্তাহে মাত্র একটি মেইল। প্রতি শনিবার সকালে পাবেন মেইলটি। সেখানে গত সপ্তাহের পোস্টগুলো পেয়ে যাবেন।
এছাড়াও আপনি কোন কোন বিভাগের পোস্ট ইমেইলে পেতে চান তা নির্বাচন করতে পারবেন।
এটা পরীক্ষামূলক রিলিজ:
আপাতত সর্বোচ্চ ১০০টি পোস্ট মেইলে যাবে। ডেটাবেস ও মেইল সার্ভারের লোড পরীক্ষা-নিরীক্ষা করেই এ সংখ্যা বাড়ানো/কমানো হবে।
প্রাথমিকভাবে Randomly ৫-১০ জনকে নির্বাচন করা হবে। শুধু এই কজনই মেইল পাবেন। তাদের কাছে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে সবার জন্য তা বাস্তবায়িত হবে।
প্রাপকদেরকে বাগ রিপোর্ট বা পরামর্শগুলো পোস্টে বা মেইলে জানানোর জন্য অনুরোধ করা হল।
পরীক্ষা-নিরীক্ষার পর সবাইকে সবাইকে সবগুলো বিভাগে সাবস্ক্রাইব করা হবে। তবে যে কেউ যে কোন বিভাগে পরবর্তীতে আনসাবস্ক্রাইব করতে পারবেন।
মূল সংস্করণে প্রোফাইল পেজে ইমেইল ডাইজেস্ট নামে একটি লিঙ্ক পাবেন। সেখান থেকেই আপনার ডাইজেস্ট কাস্টমাইজ করতে পারবেন।
what to do?