Re: কোপা আমেরিকা ২০১১ সংক্রান্ত আলাপ-আলোচনা
ফুটবল একটা বাজে খেলা। পুরো সময় ধরে যে দল প্রতিপক্ষের গোলপোস্টে একটাও শট নিতে পারে নাই, ভাগ্যের জোড়ে কমপক্ষে এক হালি গোল খাবার হাত থেকে বেঁচে গেছে - খেলা শেষে তারাই কিনা জয়ী দল। এইটা কোন খেলা হল?
** আমি আমার জীবনে এত বাজে পেনাল্টি শট আউট দেখি নাই। ব্রাজিলের গাধা গুলো শট করাই ভুলে গেল!!!