টপিকঃ কে হতে চায় ফকির : পর্ব ১ : অতিথি : হাঙ্গরিকোডার
সবাইকে স্বাগতম কে হতে চায় ফকির অনুষ্ঠানে, আজকের অতিথি আমাদের প্রজন্ম ফোরামের আব্বা হাঙ্গরিকোডার ভাইজান। তো চলেন শুরু করি...
স্বপ্নীল : ১ম প্রশ্ন: ফকির হবার পিছনে কোনটির ভুমিকা প্রধান?
A) ফার্মের মুরগী
B) থালা বাটি
C) নেইলপালিশ
D) বিছানার চাদর
হাঙ্গরিকোডার : নেইলপালিশ
স্বপ্নীল : কনফিডেন্ট?
হাঙ্গরিকোডার : হ, কনফিডেন্ট
স্বপ্নীল : ১০০% সিউর?
হাঙ্গরিকোডার : আমি ২০০% সিউর।
স্বপ্নীল : লক কইরা দিমু?
হাঙ্গরিকোডার : আরেকবার জিগাইলে কিন্তু সব তামা তামা কইরা ফালাইমু। আরে মিয়া গার্লফ্রেন্ডরে নেইলপালিশ কিননা দিতে দিতে ফকির হইয়া গেলাম
স্বপ্নীল : ওকে ওকে, ( জীবন বাচানি ফরয) লক কইরা দিলাম
আপনে তো মিয়া জিনিস। উত্তর সঠিক হয়েছে....
হাঙ্গরিকোডার :
এভাবে আরো ৯টি প্রশ্ন-উত্তর শেষ হয়ে যায়.........
স্বপ্নীল : আপনি ২য় নিরাপত্তা ধাপ পার হয়েছেন। এখন যাই ঘটুক না কেনো আপনি নিশ্চিতভাবেই পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় এক সেট থালা বাটি (কিয়ের জন্য পাইসেন সেটা গোপনই থাক )
এখন ১১তম প্রশ্ন: কোন কিছু ভুলে গেলে কি করা উচিত?
A) মাথায় বড় একটা ইট দিয়ে বাড়ি মারা উচিত
B) মাথা ধরে বিলাপ করা উচিত
C) জিনিসপত্র ভেঙ্গে তামা তামা করে ফেলা উচিত
D) নিজের গার্লফ্রেন্ড সকিনার সাথে প্রেমময় আলাপ করা উচিত
হাঙ্গরিকোডার : সকিনা, তোরে ছাড়া মরিনা
স্বপ্নীল : এ্যা!! কিছু কইলেন??
হাঙ্গরিকোডার : জি না, যেখানেই যাই এই সকিনা আমার পিছ ছাড়ে না আনসার D
স্বপ্নীল : কোনো লাইফলাইন নেবেন না??
হাঙ্গরিকোডার : লাইফলাইনের গুস্ঠি কিলাই
স্বপ্নীল : আচ্ছা, আচ্ছা। কম্পিউটার আংকেল, আনসার D কে শক্ত করে লক করেন
হাঙ্গরিকোডার : কি?? চুপ কইরা আছেন কেন? আনসার হয় নাই? আমার সকিনা দিয়া আনসার দিসি। আনসার না হইলে কম্পিউটার ভাইংগা সারা জীবনের লেইগা লক কইরা দিমু
স্বপ্নীল : না না, ক্ষেপেন কেন? আপনার উত্তর সঠিক
হাঙ্গরিকোডার : হেহেহে, মাইরের উপরে ওষুধ নাই
এভাবে এক সময় ১৫তম, মানে সর্বশেষ প্রশ্নে চলে আসি আমরা.......
স্বপ্নীল : শেষ প্রশ্ন: রেগে গেলে কোনটা করা উচিত?
A) বাথরুমে চলে যাওয়া উচিত
B) একটু উড়া-ধুরা নাচা-নাচি করা উচিত
C) পা উপরে, মাথা নিচে দিয়ে কিছুক্ষন থাকা উচিত
D) দাঁত ব্রাশ করা উচিত
হাঙ্গরিকোডার : লাইফ লাইন: ফোন টু তারেক হাসান: তারেক, রেগে গেলে কোনটা করা উচিত?..........
A) বাথরুমে চলে যাওয়া উচিত
B) একটু উড়া-ধুরা নাচা-নাচি করা উচিত
C) পা উপরে- মাথা নিচে দিয়ে কিছুক্ষন থাকা উচিত
D) দাঁত ব্রাশ করা উচিত
ফোনে তারেক হাসান: সবগুলাই তো আমি করি। কোনটা ফালাইয়া কোনটা কই??
হাঙ্গরিকোডার : গিরিঙ্গি বাদ দিয়া জলদি কও। নাইলে এক্কেরে কাঁচা খাইয়া ফেলব
ফোনে তারেক হাসান: তাইলে আনসার D) দাঁত ব্রাশ করা উচিত , দাঁত ব্রাশ এর উপ্রে কিসু নাই
স্বপ্নীল : তাইলে কি দাঁত ব্রাশ লক করুম?
হাঙ্গরিকোডার : হ, লক করেন
স্বপ্নীল : অভিনন্দন, ইয়াহু, মারভেলাস। আপনি হয়ে গেছেন "কে হতে চায় ফকির" এর ১ম পর্বের বিজয়ী। আপনি জিতে নিয়েছেন: মিরপুর ১০ নম্বরের ওভারব্রিজের উপর একটু বসার জায়গা, সাথে আকর্ষণীয় থালা-বাটি, পয়সা রাখার ব্যাগ, ছেড়া কাপড়-চোপড় ইত্যাদি সহ আরো অনেক কিছু
খুশিতে কোডার ভাই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান, পরে উনাকে ধরা-ধরি করে বাসায় নিয়ে যাওয়া হয়। আজকের পর্ব এখানেই শেষ। সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।
পুরো লেখাটি কাল্পনিক এবং কোডার ও তারেক ভাইয়ের অনুমতি আগেই নেয়া হয়েছে