টপিকঃ !!!
আইফেল টাওয়ারে মোট ১৭৯২ টি সিঁড়ির ধাপ আছে।
মেক্সিকোতে একইদিনে তিনজন রাষ্ট্রপ্রধান হয়েছিল।
১৮১১ সালের ১৬ ডিসেম্বর এক ভুমিকম্পে মিসিসিপি নদী পেছন দিকে সরে যায়।
ইংলিশ চ্যানেল প্রতিবছর ৩০০ মিলিমিটার বাড়ে।
দক্ষিন আফ্রিকার রাষ্ট্র ভাষা ১১ টি।
ইংল্যান্ডে 'স্পিকার অব হাউস' এর কথা বলার নিয়ম নেই।
'ডোনাল ডাক' প্যান্ট পড়েনা বলে একে একসময় ফিনল্যান্ডে কার্টুনিষ্ট নিষিদ্ধ ছিল।
আয়তনের বিচারে আইসক্রিম এর অর্ধকই বাতাস।
আইসল্যান্ডে সবচেয়ে বেশী কোকাকোলা বিক্রি হয়।
সাগুয়া ক্যাকটাস ৭৫ বছরের আগে কোনো শাখা জন্মায় না