Re: কোপা আমেরিকা ২০১১ সংক্রান্ত আলাপ-আলোচনা
খেলা কয়টায় শুরু হবে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » কোপা আমেরিকা ২০১১ সংক্রান্ত আলাপ-আলোচনা
খেলা কয়টায় শুরু হবে?
সাইফ দি বস ৭ লিখেছেন:ছিল তো। ম্যারাডোনা আইসাই তো বাদ দিছে। রিকুয়েলমের মত বস প্লেয়াররে বাদ দিয়া গেছে ম্যারাডোনা!
ম্যারাডোনা আইসা বাদ দিছে, নাকি রিকুয়েলমে নিজেই কইছে: সে আর ম্যারাডোনার অধীনে খেলব না?
ম্যারাডোনার সাথে রিকুয়েলমের বহুত পুরান লাগালাগি আছিলো। ম্যারাডোনারে দেইখাই সে কৈসিলো, সে আর জাতীয় দলে খেলবে না। আবার ম্যারাডোনাও কৈসিলো, রিকুয়েলমেকে তার দরকার নাই। কিন্তু বিশ্বকাপের কিছুদিন আগে যখন রিকুয়েলমেকে ম্যারাডোনা আবার ডাকতে গেসিলো, তখন রিকুয়েলমে নিজেই আবারও বলসে সে ম্যারাডোনার অধীনে খেলবে না। যার জন্য ম্যারাডোনা ভেরনকে দলে নিসিলো।
খাইসে। এহন তো আর্জেন্টিনারে ড্র করলে চলব না। একদম জিততেই অইব
হ ভাই... ব্যাপক টেনশিত আছি।
খেলা কয়টায় শুরু হবে?
বাংলাদেশ সময় সকাল ৬:৪৫ মিনিটে।
ধন্যবাদ @নির্ঝর ভাই।
আল্লাহই জানে কি হয়। মহা টেনশনে আছি।
হাফ টাইম শেষ হৈলো... আর্জেন্টিনা ১-০ কোষ্টারিকা।
মানুষজন শুধু মেসিকে কেন দোষ দেয়, এইটা আমার আগেও বোধগম্য হয় নাই, এখনও হৈতেসে না। হিগুয়াইন এবং অ্যাগুয়েরোকে মেসি+অন্যান্যরা মিনিমাম ১৫টা বল বানায়ে দিসে.... কিন্তু ফল শুন্য। টিপিক্যাল হিগুয়াইন সবগুলা বল সোজা গোলকিপারের দিকে মারসে এবং কিছু বল টাচই করতে পারে নাই আর কিছু মারছে উড়ায়ে। আর অ্যাগুয়েরো সবগুলো বলই উড়ায়ে মারসে আর গোল যেটাতে করসে, সেটা অনেকটাই ফাঁকা পোষ্ট! দেখে মেজাজ খারাপ হয়ে আছে!!!
দেখে মেজাজ খারাপ হয়ে আছে!!!
ফুল টাইম শেষ: আর্জেন্টিনা ৩-০ কোষ্টারিকা
খেলা দেখে আজকে কিছুটা আগের চেয়ে ভাল বলে মনে হয়েছে। আগের মত জায়গায় দাড়াইয়া কারে পাস দিবে সেই চিন্তা করে সময় নষ্ট করে নাই, নিজেই বল নিয়া আগাইয়া গেছে। শালারা কষ্ট করতে চাইত না, আজকের ম্যাচে কিছুটা হলেও কষ্ট করছে। এটাই শান্তি।
আজকের ম্যাচে আর্জেন্টিনা যথেষ্ট ভাল খেলেছে। অনেকদিনপর মেসির স্বভাবসুলভ খেলা দেখলাম।
সমালোচকদেরকে আবারও নিজের জাত চেনালেন লিওনেল মেসি।
ফুল টাইম শেষ: আর্জেন্টিনা ৩-০ কোষ্টারিকা
খেলা দেখে আজকে কিছুটা আগের চেয়ে ভাল বলে মনে হয়েছে। আগের মত জায়গায় দাড়াইয়া কারে পাস দিবে সেই চিন্তা করে সময় নষ্ট করে নাই, নিজেই বল নিয়া আগাইয়া গেছে। শালারা কষ্ট করতে চাইত না, আজকের ম্যাচে কিছুটা হলেও কষ্ট করছে। এটাই শান্তি।
ফার্ষ্ট হাফের তুলনায় সেকেণ্ড হাফ শতগুণে ভালো আছিলো। সেকেণ্ড হাফে অ্যাগুয়েরো মাত্র একটা বল বাইরে পাঠাইছে। আর হিগুয়াইনটারে আমি বহুদিন ধরেই সহ্য করতে পারি না। গত দুইবছর ধরে এর একমাত্র ক্ষমতা মনে হয় ফাঁকা পোষ্টে গোল দেওয়া। এই ফাজিলে সেকেণ্ড হাফেও কিছু সহজ সুযোগ বাইরে মেরে দিয়ে চরমভাবে মিস করসে! অথচ ডি মারিয়ার গোলটা দেখেন... মোটামুটি অনেকটা কোণাকুণিভাবে শট নিতে হৈসিলো। আর হিগুয়াইন সামনাসামনি বলও বাইরে মেরে দেয় :@ নেক্সট ম্যাচে এইটারে আবার না দেখলেই খুশি হবো। আর মেসিকে স্বরূপে জ্বলে উঠতে দেখে বড়ই শান্তি পাইছিরে ভাই!
এমন খেলা যাতে আরও খেলে, মনেপ্রাণে সেই দুয়াই করতেসি!!
আর রেফারি আছিলো বড়ই চমৎকার! আর্জেন্টাইনদের প্রাপ্য দুইটা পেনাল্টির একটাও সে চোখে দেখে নাই!! কোষ্টারিকারগুলো অনেক মারাত্মক ফাউল করা সত্বেও কার্ড দেখাইছে দুইটা। আর আর্জেন্টাইনদের চারটা কার্ড দেখাইছে... যার শেষের দুইটা পুরাই অযৌক্তিক....
আজকের ম্যাচে আর্জেন্টিনা যথেষ্ট ভাল খেলেছে। অনেকদিনপর মেসির স্বভাবসুলভ খেলা দেখলাম।
সমালোচকদেরকে আবারও নিজের জাত চেনালেন লিওনেল মেসি।![]()
হুম... তবে যেভাবে ব্যাপক সুযোগ মিস করসে, এইটার জন্যই বড় দুঃখ! এতগুলা সহজ সুযোগ মিস না করলে স্কোরলাইন ৬-০ হৈতে পারতো। তবে খেলা দেখে ভালোই লাগসে
তেভেজকে না খেলানোর ব্যাপারটা আমার ভালো লেগেছে। ব্যাটা একটা ফাজিল। নিজে নিজে খেলতে চায়।
কালকের খেলার হাইলাইটস।
হিগুয়েন তো ৫/৬টা গোলই মিস করছে!
কালকের খেলার হাইলাইটস।
হিগুয়েন তো ৫/৬টা গোলই মিস করছে!
এটা কালকের খেলা না, এটা আজকের সকালের খেলা
[
এটা কালকের খেলা না, এটা আজকের সকালের খেলা
ঐ হইল আর কি!
আজকে ভালো খেলা হয়েছে
ঐ হইল আর কি!
তুমি খেলা ঠিকমত দেখো না, এজন্য জাতি ব্যথিত
[
তুমি খেলা ঠিকমত দেখো না, এজন্য জাতি ব্যথিত
আমি ক্রিকেট পাগলা। অবশ্য ফুটবল বিশ্বকাপ আইলে সব খেলাই দেখি। আবার UEFA এর ভাল ম্যাচ এবং Barclays এর ভাল ম্যচগুলোও দেখি।
কিন্তু ভোর ৫/৬টায় কাঁচা ঘুম থেকে উঠে খেলা দেখার ইচ্ছা আমার নাই।
তুমি খেলা ঠিকমত দেখো না, এজন্য জাতি ব্যথিত
হ জাতি বিশালভাবে দুঃখিত ও ব্যাথিত
কোপা আমেরিকার ধারাভাষ্যকারেরা গোল হবার পর যেইভাবে চিল্লায়, আর যেইসব অদ্ভুত শব্দ করে, আমাদের দেশে হলে, তারে পাগলাগারদে পাঠায় দিত। খেলাটা নিয়ে আমাদে্র আবেগ আর তাদের দেশের আবেগের কি আকাশপাতাল পার্থক্য, কিছুটা বুঝা যায়।
এদের ধারাভাষ্যকাররা কি উচ্চাংগ সংগীত গাইতে বসে নাকি?
পাগল নাকি ধারাভাষ্যকারটা ????
মেসি দারুন খেলা দেখালো
। অবশ্য বরবরি কপাল খারাপ দেশের হয়ে গোল পায় না।
কোপা আমেরিকার ধারাভাষ্যকারেরা গোল হবার পর যেইভাবে চিল্লায়, আর যেইসব অদ্ভুত শব্দ করে, আমাদের দেশে হলে, তারে পাগলাগারদে পাঠায় দিত। খেলাটা নিয়ে আমাদে্র আবেগ আর তাদের দেশের আবেগের কি আকাশপাতাল পার্থক্য, কিছুটা বুঝা যায়।
হুম... বিশাল পার্থক্য আছে। ফুটবল ওদের কাছে এককথায় জান-প্রাণ। আমাদের দেশে ত ততটা নাহ... যা পাগলা সাপোর্টার আছে, তার প্রায় সবই হুজুগে সাপোর্টার। ব্রাজিল আর আর্জেন্টিনার দুই সাপোর্টারকে নিয়ে স্প্রাইটের ইণ্ডিয়ান একটা অ্যাড আছে... দেখসেন আশা করি। আমাদের দেশের বেশিরভাগ সাপোর্টারদের অবস্থাও অনেকটা ওই দুইটার মতই...
এদের ধারাভাষ্যকাররা কি উচ্চাংগ সংগীত গাইতে বসে নাকি?
![]()
![]()
পাগল নাকি ধারাভাষ্যকারটা ????![]()
![]()
![]()
![]()
গোল হৈলে গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওল বলে বিশাল লম্বা যে চিল্লানিগুলা দেয়, সেগুলা শুনলে আমাদের দেশের পাড়ার নেড়ি কুকুরগুলাও একদম দেশ ছেড়ে পালাবে!
মেসি দারুন খেলা দেখালো
![]()
![]()
। অবশ্য বরবরি কপাল খারাপ দেশের হয়ে গোল পায় না।
গোলের দরকার নাই! আজকে যা যা করসে, এমুন করতে থাকলেই চলবে। দুঃখের ব্যাপারটা মূলতঃ তখনই হবে, যখন মেসির বানিয়ে দেওয়া একদম সহজতর সুযোগগুলো হিগুয়াইন টাইপের $#%*&টা মিস করবে! অ্যাগুয়েরোও আজকে কিছু মিস করসে... তবে দুইটা গোলও যে দিসে, এইটাই শান্তি।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » কোপা আমেরিকা ২০১১ সংক্রান্ত আলাপ-আলোচনা
০.০৯৪৮১২১৫৪৭৬৯৮৯৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.১৩৯৬৭৭১৯০৪৪১ টি কোয়েরী চলেছে