Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......
আচ্ছা , ইলম / বিদ্যা অর্জন করতে প্রয়োজন হলে সুদূর চীনে যাও , এটা সহীহ হাদীস না দূর্বল হাদীস? নবীজি চীন যেতে বললেন কেনো ? চীন , জাপান এইসব দেশে তো ইসলামী শিক্ষা নেই তাহলে ইলম হাসিলের জন্য চীনে যেতে হবে কেনো ? বেশির ভাগ হুজুরেরা তো বলেন ইলম মানে হচ্ছে শুধু ইসলামী শিক্ষা।
‘তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করতে থাকো।’ এবং ‘ ইলম অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন পর্যন্ত যাও।’ (দারেমি)