টপিকঃ বার্ড ফ্লু: আমাদের করণীয়
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » বার্ড ফ্লু: আমাদের করণীয়
ধন্যবাদ... অনেক তথ্যবহুল পোস্ট
কালকে রাতে হোটেলে খেতে বসে কয়েকটা কথা মনে হল। অনেকে দেখলাম ডিমের পোচ খাচ্ছে। আমি আবার কয়েকদিন যাবত মুরগীর গোস্ত খাওয়া বন্ধ করেছি। কিন্তু তাতে কি কোন লাভ হবে? আমি হয়তো খাচ্ছি না। কিন্তু সেই একই লোক (যে মুরগী কেটেছে) তো মাছ বা অন্য তরকারীও কেটেছে। অতএব তার মাধ্যম থেকেও কি ছড়াতে পারে না?
সরকারের উচিত পাবলিক রেস্টুরেন্টে (স্টার গুলো বাদে) অন্য জায়গায় ডিম-মুরগী একেবারেই নিষিদ্ধ করা।
আজ থেকে প্রায় সম্ভবত ৭-৮ মাস আগেই আমি আজকের পরিস্থিতিটা উপলব্ধি করেছি। কারণ আমি স্পষ্টতই বুঝেছি পোলট্রি শিল্পকে বাঁচাতে/মালিকদের স্বার্থ রক্ষার্থে মিডিয়া একেবারেই চুপ ছিল। ১/২ টি রিপোর্ট ছাড়া তেমন কিছু পত্রিকায় প্রকাশও হত না। কিন্তু তখন থেকেই তারা ও সরকার যদি সচেতন থাকত তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি টা আসত না।
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বর্তমান সময়ের কথা ভেবে।
আচ্ছা প্রধান উপদেষ্টার কাছে এ ব্যাপারে মেইল করলে কেমন হয়:-??
খুবই ভাল হয়। আমাদের সবার পক্ষ থেকে আপনিই মেইল করে দিন।
আমার মনে হয় সরকার অলরেডি বিষয়টাকে সিরিয়াস হিসাবে নিয়েছে। পত্রিকা খবর অনুযায়ী নানান পদক্ষেপ পশুসম্পদ অধিদপ্ত্রর বাস্তবায়ন করছে।
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » জানা-অজানা » বার্ড ফ্লু: আমাদের করণীয়
০.০৭৫৭০৫০৫১৪২২১১৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৩৯.১৭১৮২৬৫৩৬০৭৫ টি কোয়েরী চলেছে