Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......
অলোক লিখেছেন:
"Kill the mushriqeen (pagans, polytheists, kuffar) where ever you find them."
[Al-Qur’an 9:5]
শ্রাবন লিখেছেন:হা হা হা , কেই এই মানে করেছে ? ইসলামের কোথাও কাউকে খুন/হত্যা করার কথা বলা হয়নি আমি যতদূর জানি ! কিন্তু এখনকার দিনে সবাই ধর্মের মূল কথা না জেনেই ধর্ম বিবাদে লেগে পরে !
শ্রাবণ অলোক যেভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটা আয়াত শেয়ার করেছে এসব কারণেই বরং সমাজে বিশৃণ্খলা দেয়া দেয়। কোরআনকে বুঝতে হলে একটি আয়াতকে ধরে বুঝা যাবে না। তার আগে পিছে কি আছে সেটা বুঝতে হবে।
অলোক লিখেছেন:অলোক লিখেছেন:
তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি।
"Kill the mushriqeen (pagans, polytheists, kuffar) where ever you find them."
[Al-Qur’an 9:5]কোরআন নিয়ে ফাজলামো করার মানে টা কি ? আপনি ভুল রেফারেন্স কেন দিচ্ছেন ?
সঠিক আয়াত হবে নীচেরটা।
তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল। (An-Noor: 57)
ধন্যবাদ চাচা
অলোক@
এটা কোন ধরনের ফাজলামি হল,কোরআন নিয়া ফাজলামি, ২-১ দিনের জন্য
কড়া উচিৎ,
আয়াত না জানলে না দিবেন,তাই বলে ফাজলামি,পুরা বিকৃতি,কোরআনকে বিকৃতি।
۞ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ * • ۞
۞ يَلِدْ وَلَمْ يُولَدْ ۞ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ * • ۞