টপিকঃ গ্রামীনফোনের অ্যানড্রয়েড সেটটা কেমন?
ভাই, কেউ কি গ্রামীনফোনের অ্যানড্রয়েড সেটটা ব্যবহার করেছেন? গতকাল একটা সনি এরিকসন এক্সপেরিয়া দেখে মাথা আউলায়ে গেল... কিন্তু সেটার যা দাম... আর কিছু না হয় নাই বললাম। আমার ব্যবহার করা হয়ত হবে না। কিন্তু আমার বাবার একটা নতুন সেট কেনা দরকার। গ্রামীনফোনের অ্যানড্রয়েড সেটটা দাম অন্যান্য অ্যানড্রয়েড সেটের চেয়ে অনেক কম। কেউ কি ব্যবহার করেছেন? পারলে একটা ইউজার রিভিউ দেন তো...
এটায় লেখা দেখেছিলাম জিপিএস আছে। কতটুকু কাজ করে? আর কম্পাস আছে কি (সনি এরিকসন এক্সপেরিয়ার কম্পাসটা চরম)?
আর অ্যানড্রয়েডের সবরকম অ্যাপ্লিকেশান চলবে তো?