Re: প্রজেক্ট ৩৬৫
ফুলটার নাম যেন কী?
নাম জানা নাই। আপনার ছবিটি চমৎকার হয়েছে।
আহা! এই রকম জটিল একটা প্রজেক্ট, কিন্তু বড্ড দেরি করে ফেললাম...
আমিও দেরিতেই শুরু করেছি। ছবি ভালো হয়েছে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » প্রজেক্ট ৩৬৫
ফুলটার নাম যেন কী?
নাম জানা নাই। আপনার ছবিটি চমৎকার হয়েছে।
আহা! এই রকম জটিল একটা প্রজেক্ট, কিন্তু বড্ড দেরি করে ফেললাম...
আমিও দেরিতেই শুরু করেছি। ছবি ভালো হয়েছে।
The Grasshopper by SrabonHasan, on Flickr
আমার আজকের ছবি ...
২০/৩৬৫
@জলদস্যু
ফুলটার নাম যেন কী?@ছবি
আপনার আজকের ছবিটা নাইস হয়েছে...:-?
মরু ভাইয়ের ফুলের নাম গ্রামের ভাষায় ভাইট পাতা.....
রাস্তার পাশে বা যেখানে সেখানে এগুলো হয়......
ধন্যবাদ TRIVUz........
TRIVUz লিখেছেন:ফুলটার নাম যেন কী?
নাম জানা নাই।
মরুভাই ও TRIVUz ভাই এই ফুল নিয়ে আমি একটা টপিক খুলেছিলাম। ফুলের নাম জানতে চাইলে এইখানে যেতে পারেন।
ফুলগুলোও ভালো করে দেখলেন।
আমার বকেয়া ছবি :-
২৩/৩৬৫
আমার আজকের ছবি :-
২৪/৩৬৫
আমার ২৮/৩৬৫
ওয়াটার ওয়ার্ল্ড
Water world 28/365 by HasinHayder, on Flickr
আমি যখন ছোট ছিলাম, বাবা আমাকে প্রায়ই বাসার আশে পাশের পুকুরে নিয়ে যেতেন দুপুর বেলা, সাঁতার শেখাবেন বলে। সাঁতার শেখার চেয়ে পানিতে ঝাঁপাঝাঁপি করে অন্য ছেলে পেলেদের খেলার মজা টা বেশী ছিল। বাসার আশেপাশে অনেক পুকুর ছিল। আমি আর বাবা অনেকদিন বিকেলে এই পুকুরগুলোতে বড়শি ফেলে মাছ ধরে সময় পার করেছি! পুকুর আর পানি আমার ছোটবেলার স্মৃতির অনেক বড় একটা অংশ জুড়ে আছে।
এই শহরের কোলাহলে খুব মিস করি সেই ছোটবেলার দিনগুলো। একটা পুকুর খুঁজতে হাঁটতে হয় মাইলের পর মাইল। এই শহরে থাকতে আমার আর ভালো লাগে না...
আমার ২৮/৩৬৫
ওয়াটার ওয়ার্ল্ড
Water world 28/365 by HasinHayder, on Flickr
হাসিন ভাই এটা মনে হচ্ছে উত্তরা লেক ? অনেক সুন্দর ছবি উঠেছে
হাসিন ভাই এটা মনে হচ্ছে উত্তরা লেক ? অনেক সুন্দর ছবি উঠেছে
হ্যাঁ উত্তরা লেকের ছবি - আজকে আলোটা পুরা ফাটাফাটি ছিল
যোগদান করব করব করে আর করা হল না। আজকে মনে হল না করি। প্রথমত যোগ দেই নাই কারণ আমার ক্যামেরা ভাল না আর ভাল ছবি তুলতে পারি না। এর উপর ক্যামেরা বহন করে প্রতিদিন রাস্তায় নামাও ভাল লাগে না। মোবাইল দিয়ে তুললে সেটা খুব একটা ভাল হবে না তাই অংশ নেই নাই। এখন অংশ নিচ্ছি ছবি আপুকে দেখে। উনি নিয়মিত ছবি আপ করে যাচ্ছেন। হোক না ছবির কোয়ালিটি কিছুটা খারাপ এর পরেও অংশ গ্রহণই বড় কথা। এক একটা ছবি এক একটা গল্প। তাই আজকে থেকে যেভাবে পারি প্রতিদিন ছবি দিবই। আজকে শুরু করলাম মোবাইল দিয়ে ছবি। রাস্তায় আশার সময় রিক্সায় বসে তুললাম। ধানমন্ডিতে দেখলাম পুলিশ তল্লাশী করছে ঐটার ছবি তুলতে ইচ্ছা করছিল কিন্তু পুলিশ বাধা দেয়ায় আর তোলা হল না আমি অবশ্য খুব বাজে ছবি তুলি। শিখছি ভাল ছবি তোলা। সবাই অনেক সুন্দর সুন্দর ছবি দিচ্ছে এর ভীরে আমার কিছু বাজে ছবি আপনাদের সাথে শেয়ার করব।
আমার ২৮/৩৬৫
ওয়াটার ওয়ার্ল্ড
ছবিটি কোথায় তুলেছেন ভাই!!
৭/৩৬৫ :
অগ্রজ ১
অগ্রজ ২
অগ্রজ ৩
সুন্দর ছবি, কিপ ইট আপ.. @শ্রাবণ
এটা কার তোলা? @নাদিয়া
একসেলেন্তোস.... (থাম্বস আপ) @হাসিন ভাই
আমার আজকের ছবি- ওয়ালপেপার (১৭/৩৬৫)।
Wallpaper (17/365) by TRIVUz, on Flickr
এই ছবিটা আমার ডেস্কটপে সর্বক্ষন ঝুলে আছে এবং ছবিটা আমার নিজের হাতে তোলা । নিজের তোলা ছবি ডেক্সটপে ঝুলানোর মজাই আলাদা... বোনাস হিসেবে মূল ছবিটা যুক্ত করে দেয়া হলো
Vanila Life by TRIVUz, on Flickr
Run human run(9/365) by SkylarkNefertiti, on Flickr
সুন্দর ছবি, কিপ ইট আপ.. @শ্রাবণ
ধন্যবাদ ত্রিভুজ ভাই এবং আপনার ছবিখানাও অনেক সুন্দর উঠেছে
কোথায় তুলেছেন জানতে পারি ?
সিলেট ক্যান্টনমেন্ট গলফ কোর্স@শ্রাবণ
দারুণ......তোমার প্রায় সবগুলো ছবিই ভাল লেগেছে... জাত ফটোগ্রাফার @স্কাইলার্ক...
@ত্রিভুজঃ ধন্যবাদ ... তোমার ভ্যানিলা লাইফ আসলেই ওয়ালপেপার হিসেবে দারুন!!
আগের ছবিটা আসলে একটা Lamp ছিলো।
এটা কার তোলা? @নাদিয়া
আমার নিজের দুই হাতে তোলা , বেশি পচা হইছে
এডিট বেশি করে ফেলছি ... মূল ছবিটি এমন
আমার আজকের ছবি
২১/৩৬৫
আমার নিজের দুই হাতে তোলা
আমি বুঝি না , নাদিয়া আপু এত সুন্দর সুন্দর লোকেশন আর আইডিয়া পায় কোথা থেকে ?
২/৩৬৫
Flowers Are The Most beautiful Magic of Nature 2... by saykat, on Flickr
Camera: Nokia N80
Location: Bonani, Dhaka, Bangladesh
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » প্রজেক্ট ৩৬৫
০.১১৭১১৮৮৩৫৪৪৯২২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.০৩২০৪৭৯৪৪৭৫৯ টি কোয়েরী চলেছে