টপিকঃ মোবাইল মেমরী সমস্যা
আমার এন ৭৩ এর অরজিনাল ২জিবি মেমরী কাড , মেমরী কাড রিডার রিড করতে পারে না। কিন্তু মোবাইলে ঠিকই কাজ করে। এমনকি পিসির ব্লুটুথ এ মোবাইল কানেকশন করে মেমরী কাড সরাসরি ব্যবহার করতে পারি। কিন্তু কাড রিডারে কিছুই আসেনা।
কাড রিডার এ ব্যবহার করার জন্য কারো কি কোন প্রসেস জানা আছে।