রঙিন কাঁচের মধ্যে থেকে জীবনের হাহাকারগুলো কেন জানি চোখ এড়িয়ে যায়!
তাই ত ঘাড় ধরে এভাবেই নগ্ন বাস্তবতাকে দেখিয়ে দিতে হয় এই আমাকে...। 
একটা জিনিস আবার খারাপ লাগল। এখন মসনদে শুধু মুনাফিকদের আস্তানা। মায়মুনা (রাঃ) রাসূলুল্লাহ (সঃ) কে প্রস্তাব করেছিলেন উনাকে বিনা দেনমোহরে বিয়ে করতে আর রাসূল (সঃ) এই প্রস্তাব গ্রহন করেছিলেন। আর এরা সুন্নতকেও অস্বীকার করে...। 
স্বপ্নীল, ব্যস্ততা ত বাড়বেই...। এখন ত তাও পারছ, একটা সময় আসবে যখন আর একদমই হয়ে উঠতে চাইবে না। তখন উল্টা বিরক্তিকর লাগবে। তোমাকে এরকম একটা প্রেশার চাপিয়ে দিতে ত পারি না। তবে এই পোস্টগুলো সত্যিই অসাধারন!
এজন্যই আমার সবসময় মনে হয়, সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলে তোমার এই সিরিজগুলো হয়ত বেশ দাড়িয়ে যেত! ধরো তুমি কিছু নিলে, আরও কেউ কেউ কিছু কিছু লিখল! প্রয়োজন হলে তোমাকে দেখিয়ে নিল পোস্ট করার আগে! দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ! এটা যে আমাদের প্রজন্ম পরিবার! 
বিশেষ করে ক্যাম্পাস সংক্রান্ত সিরিজটায় ত রীতিমতোন সবাই অংশ নিতে পারে। যেমনই হোক, ভালো-মন্দ। 
তোমাদের দুজনকেই আমার আন্তরিক সম্মাননা পৌছে দিলাম। এতো কান্না পেয়েছিল পোস্টটা পড়ে, যে কমেন্টও করতে পারি নি প্রথম বার! দুঃখিত!
আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)