Re: লিনাক্স-উইন্ডোজ: লেবু কচলানো
...আপনার কথায় মনে হল লিনাক্স-উইন্ডোজ যুদ্ধ আপনি থামাতে চাইছেননা।ভালো!
....আর যেহেতু,আপনি লিনাক্স-উইন্ডোজ ঝগড়া শুরু করতে বললেন,তাই শুরু করবো।
আপনি যদি এ নিয়ে উইন্ডোজ vs লিনাক্স নামে আলাদা একটি বোর্ড খুলে দিতেন তবে আরো ভালো হত।খোদা হাফেজ।
হীরক সিদ্দিকী ভাই, প্রজন্মে আসার মাত্র ১ মাসের মধ্যে আপনি আমার একজন প্রিয় লেখককে রুঢ় ভাষায় বলবেন, ভাবিনি। আপনার মতো আমিও একজন নতুন সদস্য। সিনিয়রদের প্রতি আমাদের কমেন্ট যদি এমন হয়, তা কি ঠিক হবে?
লিনাক্স-উইন্ডোজ আসলে কোন যুদ্ধ বা ঝগড়া নয়, সবই ভালোবাসা। যিনি লিনাক্সকে বকাবকি করছেন, তিনিও লিনাক্সকে একটু না একটু ভালোবাসেন। আবার যিনি এখন উইন্ডোজের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করছেন, তিনি একসময় না একসময় উইন্ডোজ ভালোবাসতেন এমনকি এখনও ভালোবাসেন।
এ যেন "আলো বলে, অন্ধকার, তুই বড়ো কালো। অন্ধকার বলে ভাই, তাই তুমি আলো।"
তাই ষ্টিকি এ টপিকটাতে কমেন্টগুলো সবই ভালোবাসার প্রকাশ। যদি বছরখানেক এটি ষ্টিকি থাকে, প্রজন্মের অত্যন্ত মূল্যবান একটি টপিক হবে এটি।
সে যাই হোক, স্বপ্নচারী ভাইয়ের লেখা যে কতোটা মূল্যবান, তা ওনার সবগুলো টপিক ভিজিট না করলে আপনি বুঝবেন না। ওনার টপিক থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার কথা বিশ্বাস না হয়, ওনার প্রোফাইল থেকে ঘুরে আসুন। শুধু টপিকের শিরোনামগুলো দেখুন।