টপিকঃ শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম
গত বছরের ঠিক এদিনেই বাংলাদেশের তথ্য প্রযুক্তির আকাশে একটি নতুন আলো'র ছটা দেখা দেয়। সেই আলো ই ধীরে ধীরে নিজেকে প্রমান করে নক্ষত্র হিসেবে।
দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। হ্যাঁ, আজকে প্রজন্ম ফোরামের প্রথম বর্ষপূর্তী। ২০০৭ এর ২০শে জানুয়ারী কে এর আনুষ্ঠানিক যাত্রা ধরলে আজকে পূর্ণ এক বছর।
এক বছরে আমাদের অর্জন একেবারেই কম নয়। ইন্টারনেটে বাংলা ব্যবহারের ক্ষেত্রে সামান্য হলেও অবদান রেখেছে প্রজন্ম ফোরাম। ইন্টারনেটে বাংলার জনপ্রিয়তা বৃদ্ধিতে এর আছে নিরন্তর প্রচেষ্টা।
এক বছরে আমরা পেয়েছি ৯ শতাধিক সদস্য যাদের প্রসব ৩সহ্স্রাধিক শিরোনামে প্রায় ৩০ সহস্রাধিক পোস্ট। এছাড়াও বেশ কয়েকটি আড্ডা আমাদের সম্পর্ককে করেছে আরো দৃঢ় ও আর এই আসরকে করেছে প্রানবন্ত।
এছাড়াও প্রজন্মে উৎসাহী হয়ে আরো কিছু বাংলা ফোরামের সৃষ্টি অত্যন্ত আনন্দের।
প্রজন্ম ফোরামের যা কিছু সফলতা তার প্রায় পুরোটাই এর সদস্যদের। ভদ্রতাবোধ/গতানুগতিক ধারা থেকে নয় বরং সম্পূর্ণ মন থেকেই এ স্বীকারোক্তি। ফোরামের প্রতিটি পদক্ষেপে নানা পরামর্শ, সমালোচনা ও দিক নির্দেশনা নিয়ে প্রজন্ম ফোরাম আজকে তার অবস্থানে এসে দাঁড়িয়েছে। তাই সকল সদস্যদের উদ্দেশ্য রইল ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ফোরামের জন্মদিনে রইল সকল সদস্যের জন্য শুভ কামনা।
আর এটিকে সম্পূর্ণ নিজের ফোরাম ভেবে ধীরে ধীরে প্রজন্ম.কমকে একটি পরিপূর্ণ বাংলা সাইট হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। ধীরে ধীরে ফোরামে নতুন নতুন সুবিধা যুক্ত হবে। সেজন্যই আপনাদের আইডিয়াগুলো বিশেষভাবে সাহায্য করবে। এছাড়াও যেকেউ কোন সেবা প্রজন্মে চালু করতে চাইলেও যোগাযোগ করতে পারেন।
------------------------------------------------------------------------
জন্মদিন উপলক্ষে বড় কিছু করার সামর্থ্য এখন প্রজন্মের হয়নি। কিন্তু তাই বলে ভার্চুয়াল কিছু তো করা যাবে তাই না? সেজন্য একটি বিশেষ পৃষ্টা করা হয়েছে যেখানে রয়েছে ভার্চুয়াল কেক ও আতশবাজি'র ব্যবস্থা:D।
এছাড়াও ফোরামের হোমপেজেও একই রকম আতশবাজির ব্যবস্থা। হোমপেজে আতশবাজি ভালভাবে দেখতে হলে কাল কোন থীম নির্বাচন করে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ফোরাম চালু করুন।
সাবধান: তবে পুরাতন কম্পিউটারগুলোতে আতশবাজি দেখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ব্রাউজার হ্যাঙ্গও করে পারে।
জন্মদিনের কেক ডিজাইন করার জন্য আফ্রোদিতে কে ধন্যবাদ। বেচারী আরও সুন্দর সুন্দর কিছু কেক ডিজাইন করে আমাকে কোডগুলো মেইল করেছিল। কিন্তু কোন কারণে মেইলগুলো আসে নি ।
বিঃদ্রঃ কে কিভাবে কোথায় বা কার কাছ থেকে প্রজন্ম ফোরামের কথা জানলেন তা এই টপিকে জানান।