টপিকঃ Vodafone এর ৬৪ বিট ড্রাইভার দরকার :( ইমারজেন্সি হেল্পান গুরুরা!
জানালা ৭ এর ৬৪ বিট ইনষ্টল করে সব সফটওয়ারই ইনষ্টল করতে পারছি কিন্তু ঘাপলা বাধাইল এই মডেমখানা এটার ড্রাইভার পাইতেছি না নেটে সার্চি এও অনভিজ্ঞ তাই এখনো অন্ধের মত খুজতেছি। সিটিসেলে মডেমে দেখলাম ৬৪ বিট এর আলাদা ড্রাইভার আছে কিন্তু এটায় নেই কেন?
তবে ৩২ বিটের ড্রাইভার ইনষ্টল করার পর ইনষ্টলেশন ফোল্ডারে ৬৪ বিট টাইপ কিছু ফাইল দেখছি কিন্তু সরাসরি ডিটেক্ট করে না জন্য ড্রাইভার ডাউনলোডার টাইপ সফটওয়ার দিয়েও কিছু করতে পারতেছি না। অভিজ্ঞ ভাইদের সাহায্য কামনা করতেছি। গবেষনায় সুবিধা করার জন্য মডেমের অভ্যন্তরে থাকা ড্রাইভার আপলোডাইলাম।