সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (২০-০১-২০০৮ ০১:১৬)

টপিকঃ শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শুভ জন্ম বার্ষিকী প্রজন্ম ফোরাম। আশা করছি এর পথ পলা যেন রূদ্ধ না হয়ে যায়। প্রজন্ম ফোরাম আরও এগিয়ে চলুক এই শুভ কামনা করি।

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

প্রজন্ম ফোরাম আমার চেয়ে একদিন পরে জন্মদিন করে......:)

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শুভ জন্ম দিন প্রজন্ম ফোরাম। smile

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

আশা করি প্রজন্মের পথচলা কোন দিন থমকে যাবে না। বাংলা কোন ফোরাম হিসাবে প্রজন্ম আমার কাছে প্রথম ছিলো। এখানে প্রায় আমিও এক বছর পার করে ফেলেছি। সম্ভবত প্রথম আলোতে  দেখে এখানে এসেছিলাম। আমি প্রজন্ম  কর্তৃপক্ষকেও আমার পক্ষ থেকে  অভিনন্দন জানাই। বিশেষ করে হাঙ্গরীকোডার প্রতিনিয়ত ফোরামের উন্নয়ের জন্য কাজ করে  চলেছেন। 

আচ্ছা একটা কাজ করা যায় না - কে কিভাবে প্রজন্মের খোঁজ পেলেন তা একটা টপিকে সবাই জানাতে পারি না ?

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম।

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শুভ জন্মদিন 'প্রজন্ম ফোরাম':clap::clap::clap::clap:

শুভ জন্মদিন 'শামীম ভাই':clap::clap::clap::clap:

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শুভ জন্মদিন হে প্রজন্ম ফোরাম dancing

অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ক্ষ ড় ঢ় য়
ৎ ং ঃ ঁ

আলোকিত'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১০

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

১১

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শুভ জন্মদিন!

প্রজন্ম ফোরাম। প্রথম সম্পূর্ণ বাংলা ফোরাম হিসেবে প্রজন্মের সূচনা বছরটি আশাতীত ভালো কেটেছে বলা যায়, কী বলেন সবাই?

১২

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম...............:clap::clap:)+D)+D:x:x:clap::clap:

১৩

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

clapclap:clap:প্রজন্মের সকল সদস্যকে আমার পক্ষ থেকে উষ্ণ অর্ভ্যথনা ও শুভেচ্ছা:clap::clap::clap:

১৪

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

দিনগুলো কি দ্রুত ফুরিয়ে যায়! মনে হচ্ছে এই তো সেদিন শুরু হলো। হাঁটি-হাঁটি-পা-পা করে প্রজন্ম নবজাতক আজ বর্ষপূর্তি করল)+D এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়! বাংলায় লিখতে পারার আনন্দ যে কী, তা বলা বাহুল্য। প্রথম যেদিন এখানে বাংলায় লিখলাম, একটা অদ্ভুত আনন্দ হয়েছিল। প্রথম আলো তে দেখে একটু ঢুঁ মারা..আর এখন তো রীতিমত আসক্তি!:lol: কম্পু চালু করে প্রথম যে কাজটা করি তা হলো..প্রজন্মে প্রবেশ। সত্যি বলতে কি প্রজন্ম আমার কাছে দ্বিতীয় স্বদেশ। প্রবাসের ধূসর জীবনে একটু রংগের সন্তরণ! ভালো লাগেনা যদি একদিন না দেখি। sad ওহ! ধন্যবাদ দিয়ে কোডার এন্ড কোং কে খাটো করার দরকার আছে কি?;q বাংলা কম্প্যুটিং-এ এটা একটা ঐতিহাসিক উদ্যোগ বললে নিশ্চয় বাড়িয়ে বলা হবে না, কী বলেন সবাই??

প্রজন্মের সকল সদস্যদের আরো আরো বেশি করে সম্প্বক্ত হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। জয়তু প্রজন্ম ফোরাম!

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

প্রজন্ম এর প্রথম জন্মদিন এ সবাইকে শুভেচ্ছা ।
দ্বিতীয় বছরটি আরো ভাল কাটুক এই কামনা করছি ।

১৬

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

এক বছরের শিশু তুমি, অনেক বড় হও।
আজ জন্মদিন তোমার।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

প্রজন্ম এর  জন্মদিনে এ সবাইকে রইলো শুভেচ্ছা ।
lol2
কিন্তু কোডারের (মানে ফোরামের এডমিনের) কেন মন খারাপ দেখলাম তা বুঝলাম না।

যা হোক সকাল হতে পড়ছি। কারণ আগামীকাল পরীক্ষা আছে।
আপাতত, দু:খিত আমিও। কোডার তুমি এগিয়ে চলো , আমরা আছি তোমার পিছনে!!
প্রজন্ম এর  সবাইকে জানাই অভিবাদন।:))

১৮

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শুভ জন্মদিন !!!

______________________
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।

২০

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম